সব ধরনের ক্রিকেট থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ নাসির

১৬ জানুয়ারি ২০২৪

সব ধরনের ক্রিকেট থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ নাসির

আইসিসির দুর্নীতি বিরোধী আইনে ভঙ্গ করায় নাসির হোসেনকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ২০২৩ সালের সেপ্টেম্বরে এই অল-রাউন্ডারের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার আইসিসির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, নাসিরের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ এই ক্রিকেটার স্বীকার করে নিয়েছেন। ফলে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে ছয় মাসের নিষেধাজ্ঞা স্থগিত থাকবে।

২০২১ সালে আবু ধাবি টি-টেন লিগে নাসির ছাড়াও আরও সাতজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। নাসিরের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি ৭৫০ ডলারের বেশি মূল্যের একটি আইফোন ১২ উপহার পেলেও এ বিষয়ে আইসিসির দুর্নীতি বিরোধী কর্মকর্তাকে (ডিএসিও) জানাননি

বাকি দুটি অভিযোগ হলডিএসিওকে দুর্নীতিমূলক আচরণে জড়িত হওয়ার জন্য কোনো প্রস্তাব তিনি পেয়েছিলেন কি না তা বিস্তারিতভাবে জানাতে ব্যর্থ হওয়া এবং সম্ভাব্য দুর্নীতি নিয়ে ডিএসিও পরিচালিত তদন্তে কোনো যুক্তি ছাড়াই সহযোগিতা করতে ব্যর্থ হওয়া বা অস্বীকৃতি জানানো।

২০১১ সালে অভিষেক হওয়ার পর তিন ফরম্যাটে ১১৫ ম্যাচে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন নাসির। ব্যাট হাতে ২ হাজার ৬৯৫ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৩৯ উইকেট। খেলেছেন ২০১৫ ওয়ানডে বিশ্বকাপেও। মূলত ইনিংসের শেষ দিকে দ্রুত রান তোলা এবং ফিল্ডিংয়ের জন্য বেশি পরিচিত ছিলেন ডানহাতি এই অল-রাউন্ডার।  

২০১৮ সালের জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া লিগে বেশ পরিচিত মুখ ছিলেন নাসির। নিষেধাজ্ঞার স্থগিত অংশের শর্তগুলো মেনে চললে ছয় মাস আগেই ২০২৫ সালের ৭ এপ্রিল শাস্তির মেয়াদ শেষ করে আবার ক্রিকেটে ফিরতে পারবেন নাসির।

মন্তব্য করুন: