ধোনির বিরুদ্ধে মানহানির মামলা

১৭ জানুয়ারি ২০২৪

ধোনির বিরুদ্ধে মানহানির মামলা

নতুন ঝামেলায় ফেঁসে গেলেন মহেন্দ্র সিং ধোনি। বেশ কিছুদিন ধরেই সাবেক ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে তার দ্বন্দ্ব চলছে। তাদের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগও এনেছিলেন ধোনি। এবার আদালতে ধোনির বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা ঠুকে দিলেন তার সাবেক দুই ব্যবসায়িক সহযোগী মিহির দিবাকর এবং তার স্ত্রী সৌম্যা দাস। দিল্লি হাইকোর্টে আগামী ১৮ জানুয়ারি মামলাটির শুনানি হবে।

হাইকোর্টে দায়েরকৃত অভিযোগে মিহির এবং সৌম্যা দাবি করেছেন, তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে এবং এর কোনো সত্যতা নেই। এজন্যই তারা ধোনির বিরুদ্ধে মানহানির মামলা করে ক্ষতিপূরণ দাবি করেছেন। পাশাপাশি যেভাবে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে এবং বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে, সেসবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়েছেন এই দম্পতি।

উল্লেখ্য, জানুয়ারির শুরুর দিকে রাঁচীর আদালতে আর্কা স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের কর্ণধার মিহির এবং সৌম্যার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন ধোনি। ভারতের সাবেক অধিনায়কের অভিযোগ ছিল, তার নাম ব্যবহার করে বিশ্বের বিভিন্ন জায়গায় ক্রিকেট অ্যাকাডেমি তৈরির প্রস্তাব দিয়েছিল সংস্থাটি। ধোনি ২০১৭ সালে সংস্থাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। পরে সংস্থাটি চুক্তি ভঙ্গের পাশাপাশি ১৫ কোটি রুপির বেশি প্রতারণার করেছে বলে ধোনির অভিযোগ।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আদালতে যাওয়ার আগে দিবাকর এবং সৌম্যার সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলেন ধোনি। সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পর ২০২১ সালের ১৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে আর্কা স্পোর্টসকে নিজের নাম ব্যবহার করার অনুমতি বাতিল করেন ধোনি। কিন্তু এরপরও সংস্থাটি ধোনির নাম ব্যবহার করে ব্যবসা করে যাচ্ছিল। যে কারণে ধোনি একাধিকবার তাদের আইনি নোটিশ পাঠান। সংস্থাটি এতেও সাড়া না দেওয়ায় আদালতে যান ধোনি।

মন্তব্য করুন: