বিপিএলের সাত দলের অধিনায়ক যারা
১৭ জানুয়ারি ২০২৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরকে সামনে রেখে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে আসরে সাত দলের নেতৃত্বে কারা থাকবেন তাদের নামও। অধিনায়কের তালিকায় সবচেয়ে বড় চমক হয়ে এসেছে সাকিব আল হাসানের নাম না থাকা।
এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন দেশসেরা অল-রাউন্ডার সাকিব। বাংলাদেশ অধিনায়ককে দলে নিয়ে তার কাঁধেই নেতৃত্বের ভার দিতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু সাকিব চাপমুক্ত থেকে এবারের আসরে ক্রিকেটকে উপভোগ করতে চাওয়ায় দলটিকে এবারও নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান।
অন্যদিকে, অনেকেই ভেবেছিলেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত এবার সিলেট স্ট্রাইকার্সেরও নেতৃত্বে থাকবেন। তার অধিনায়কত্বে ঘরের মাঠে প্রথমবারের নিউ জিল্যান্ডকে টেস্টে হারানোর পাশাপাশি কিউইদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টুয়েন্টিতে জয় পায় বাংলাদেশ। কিন্তু গতবারের মতো এবারও সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক হিসেবে থাকছেন মাশরাফি বিন মুর্তজা। আর তার সহকারী করা হয়েছে মোহাম্মদ মিঠুনকে।
ফরচুন বরিশালের দায়িত্বে আছেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চোটের কারণে বেশ লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকলেও দেশসেরা ওপেনারকেই দলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
অধিনায়ক ঘোষণায় সবাইকে অবাক করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। দলকে টানা তিনবার বিপিএলের শিরোপা জেতানো ইমরুল কায়েসকে এবার তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাই এবার দলকে নেতৃত্ব দেবেন বিভিন্ন সময় বাংলাদেশের অধিনায়কত্ব পালন করা লিটন দাস।
দশম আসরের নতুন দল দুর্দান্ত ঢাকার নেতৃত্বে থাকবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মোসাদ্দেক হোসেন।
খুলনা টাইগার্সের অধিনায়ক কার হয়েছে এনামুল হক বিজয়কে।
দলের নেতৃত্বে কোনো পরিবর্তন আনেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গত আসরের মতো এবারও দলের অধিনায়ক শুভাগত হোম।
মন্তব্য করুন: