বিপিএলের উদ্বোধনী ম্যাচে শরীফুলের হ্যাটট্রিক

১৯ জানুয়ারি ২০২৪

বিপিএলের উদ্বোধনী ম্যাচে শরীফুলের হ্যাটট্রিক

নতুন বছরটা দুর্দান্তভাবে শুরু করলেন পেস তারকা শরীফুল ইসলাম। শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকার হয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তিনি হ্যাটট্রিক করেছেন। তরুণ বাঁহাতি পেসারের ক্যারিয়ারে এটাই প্রথম হ্যাটট্রিক।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার ইনিংসের শেষ তিন বলে শরীফুল হ্যাটট্রিক করেন। খুশদিল শাহকে (১৩) তাসকিনের তালুবন্দি করে শুরু। পরের দুই বলে তিনি ফেরান রোস্টন চেজ এবং মহিদুল ইসলাম অংকনকে। বিপিএলের ইতিহাসে এটা সপ্তম হ্যাটট্রিক। বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে বিপিএলে এই কীর্তি গড়লেন গত বছরটা স্বপ্নের মতো কাটানো শরীফুল।

২০১২ বিপিএলে প্রথম হ্যাটট্রিক করেছিলেন দুরন্ত রাজশাহীর পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি। ২০১৫ আসরে বরিশাল বুলসের বাংলাদেশি পেসার আলআমিন হোসেন হ্যাটট্রিক করেন। এরপর ২০১৯ আসরে হ্যাটট্রিক করেন ঢাকা ডায়নামাইটসের আলিস আল ইসলাম-আন্দ্রে রাসেল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওয়াহাব রিয়াজ। ২০২২ আসরে সর্বশেষ হ্যাটট্রিক করেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।

মন্তব্য করুন: