যুব বিশ্বকাপে শুরুটা ভালো হলো না বাংলাদেশের

২০ জানুয়ারি ২০২৪

যুব বিশ্বকাপে শুরুটা ভালো হলো না বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ভারতের বিপক্ষে সাম্প্রতিক সময়ে বেশ দুর্দান্ত পারফরমেন্স করে আসছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় যুব বিশ্বকাপে টাইগারদের কাছে দারুণ কিছুই আশা করছিল ক্রিকেট সমর্থকরা। কিন্তু একপেশে লড়াইয়ে ভারতের কাছে ৮৪ রানে হেরে এবারের আসর শুরু করেছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে টস জিতে ভারতীয় যুবাদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। অধিনায়কের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে বেশি সময় নেয়নি পেসাররা। প্রথম ১০ ওভারেই ভারতের দুই উইকেট তুলে নেন বাঁহাতি পেসার মারুফ মৃধা।

এরপর তৃতীয় উইকেটে আরেক ওপেনার আদর্শ সিং ও অধিনায়ক উদয় সাহারানের ১১৬ রানের জুটিতে ম্যাচে ফেরে ভারত। ৭৬ রান করা আদর্শকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ডানহাতি পেসার মোহাম্মদ রিজওয়ান। শেষ দিকে মারুফের বোলিং তোপে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রানের বড় সংগ্রহ পায় ভারত। ৮ ওভারে ৪৩ রানের খরচায় ৫ উইকেট নেন মারুফ।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে টাইগারদের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার আশিকুর রহমান শিবলী ও জিশান আলম। কিন্তু পরপর দুই ওভারে জিশান (১৪) ও রিজওয়ানের (০) উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দশম ওভারে সাজঘরের পথ দেখেন দারুণ ছন্দে থাকা শিবলিও (১৪)।

১৫ ওভারের আগেই ৫০ রানে ৪ উইকেট হারিয়ে দারুণ চাপে থাকা দলকে টেনে তোলার চেষ্টা করেন আরিফুল ইসলাম ও মোহাম্মদ শিহাব জেমস। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচে ফেরার আভাস দিচ্ছিল বাংলাদেশ। কিন্তু দলীয় ১২৭ রানে আরিফুল (৪১) ঘরে ফিরলে সেই আশাও শেষ হয়ে যায়। অধিনায়ক রাব্বি ফেরেন ৪ রানে। ১০ রানে শেষ ৪ উইকেট হারিয়ে পরাজয় দিয়েই আসর শুরু করল সদ্য এশিয়া কাপজয়ীরা। দলের একমাত্র অর্ধ-শতক করে জেমস আউট হন ৫৪ রানে। ভারতের হয়ে ৪ উইকেট নেন সৌমি পাণ্ডে।

একই মাঠে আগামী সোমবার আয়ারল্যান্ড যুবাদের মুখোমুখি হবে ২০২০ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।  

মন্তব্য করুন: