বিপিএল খেলতে ঢাকায় এসেও ফিরে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটার

২১ জানুয়ারি ২০২৪

বিপিএল খেলতে ঢাকায় এসেও ফিরে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে খেলতে ঢাকায় এসেছিলেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ হারিস। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে তার খেলার কথা ছিল। ইতোমধ্যে চট্টগ্রাম দুটি ম্যাচ খেলে ফেললেও হারিসকে মাঠে দেখা যায়নি। কারণ, তাকে বিপিএল খেলার অনুমতি দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই তাকে দেশে ফিরতে হচ্ছে।

রোববার এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, হারিসকে বিপিএল খেলার অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে না। কারণ, কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী হারিস এক ক্যালেন্ডার ইয়ারে দুটির বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবেন না। গত জুলাইয়ের পর থেকে ইতোমধ্যেই তিনি দুটি লিগ খেলে ফেলায় বিপিএলে খেলার অনুমতি পাননি। হারিস গত জুলাইয়ে কানাডার গ্লোবাল টি-টুয়েন্টি আর আগস্টে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলেছেন।

পিসিবির সিদ্ধান্ত জানার পর ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের লাগেজের ছবি দিয়ে হারিস লিখেছেন, ‘ফিরে যাচ্ছি’। শুধু হারিসই নন, পিসিবির কেন্দ্রীয় চুক্তির কারণে বিপিএল খেলা হচ্ছে না ফখর জামান এবং ইফতিখার আহমেদেরও। তবে রংপুর রাইডার্সের বাবর আজম, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোহাম্মদ রিজওয়ান আর দুর্দান্ত ঢাকার সাইম আইয়ুবকে বিপিএল খেলার অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন: