বিপিএলে এলেন অস্ট্রেলিয়ার ‘সুইপোলজিস্ট’
২১ জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা এবং একই সময়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ চলার কারণে বিপিএলে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের আনাগোনা নেই বললেই চলে। বেশ লম্বা সময় পর এবারের আসরে এসেছেন দুইজন অজি ক্রিকেটার। সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলার জন্য বেন কাটিং টুর্নামেন্ট শুরুর আগেই এসেছিলেন। আসর শুরুর পর এবার দুর্দান্ত ঢাকার হয়ে বিপিএলের দশম আসরে অংশ নিতে এলেন অ্যালেক্স রস, যিনি আবার পরিচিত ‘সুইপোলজিস্ট’ হিসেবে।
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ শেষ করে শনিবার ঢাকায় আসেন রস। তবে সিডনি থান্ডারের হয়ে এবারের আসর খুব একটা ভালো কাটেনি ডানহাতি এই ব্যাটারের। দলের হয়ে ৮ ইনিংসে সাড়ে বিশ গড় এবং ১১৫.৪৯ স্ট্রাইক-রেটে করেন ১৬৪ রান৷ তবে স্পিনারদের বিপক্ষে বেশ সুইপ শট খেলতে বেশ পটু এই ক্রিকেটার। আর তাই বিগ ব্যাশের ধারাভাষ্যকাররা তাকে ডাকেন ‘সুইপোলজিস্ট হিসেবে।
রোববার ঢাকার হয়ে মিরপুরের একাডেমি মাঠে প্রথম অনুশীলন করেন রস। অনুশীলন পর্ব শেষে সাংবাদিকদের জানান বিপিএলেও নিজের সুইপ শটের দক্ষতা দেখানোর জন্য মুখিয়ে আছেন ৩১ বছর বয়সী এই মিডল-অর্ডার ব্যাটার।
“আশা করছি এখানে সুইপ শট খুব কার্যকর হবে। সেদিন দেখেছি উইকেট বেশ শুষ্ক। এখানে কেউই ক্রিজ ছেড়ে খেলতে চাইবে না। সুইপ এবং রিভার্স সুইপে বাউন্ডারি মারার চেষ্টা করব। বিশেষ করে, অল্প রানের ম্যাচে স্পিনের বিপক্ষে চাপ সৃষ্টি করতে পারলে ভালো। আশা করি সেটা করতে পারব। আগামী কয়েকদিন এটিরই চেষ্টা করব।”
সাধারণত অস্ট্রেলিয়ার পিচের কন্ডিশনের সঙ্গে বাংলাদেশের কন্ডিশনের খুব একটা মিল দেখা যায় না। কিন্তু এবারের বিগ ব্যাশে বেশ কিছু ধীরগতির উইকেটে খেলা হয়েছে। যা রসকে বাংলাদেশের পিচের সঙ্গে কিছুটা হলেও ধারণা দিয়েছে বলে মনে করেন।
“আমরা এবার বিগ ব্যাশে কিছু ম্যাচে এরকম উইকেট পেয়েছি, ব্যাটিংয়ের জন্য যা ভালো ছিল না। স্পিনের বিপক্ষে খেলার কিছুটা অভিজ্ঞতা হয়েছে, উইকেটও মন্থর ছিল। টিভিতে যতটা দেখা যায় (কন্ডিশন) ততটা ভিন্নও নয়। এখানে খেলার জন্য মুখিয়ে আছি এখন।… নেটে লম্বা সময় ব্যাটিং করেছি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।”
সোমবার দুপুর দেড়টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে ঢাকা।
মন্তব্য করুন: