এখনো জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন ইমরুল
২২ জানুয়ারি ২০২৪
একসময় বাংলাদেশ জাতীয় দলে নিয়মিত ওপেন করা ইমরুল কায়েস বহুদিন ধরে দলের বাইরে। তার চেয়েও বড় কথা, জাতীয় দলের পরিকল্পনাতেও তিনি নেই। বিপিএলের পাশাপাশি বিশ্বের অখ্যাত সব লিগে তিনি খেলে বেড়ান। ৩৭ বছর বয়সী ইমরুল এখনো স্বপ্ন দেখেন জাতীয় দলে ফেরার।
২০১৯ সালে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন ইমরুল। সেটা ছিল ভারতের বিপক্ষে কলকাতা টেস্ট। এছাড়া সর্বশেষ ওয়ানডে ২০১৮ আর সর্বশেষ টি-টুয়েন্টি খেলেছেন ২০১৭ সালে। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন ইমরুল। তবে চলতি মৌসুমে তাকে সরিয়ে লিটন দাসকে অধিনায়ক করেছে কুমিল্লা। তবু ইমরুলের স্বপ্নে শুধুই জাতীয় দল।
সোমবার মিরপুর শের-ই-বাংলায় অনুশীলন শেসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরুল বলেন, “স্বপ্ন তো ভাই যতদিন খেলি ততদিন দেখি। জাতীয় দল একটা আলাদা জায়গা। এখানে খেলাটা অনেক বড় সম্মানের, আমি মনে করি। যতদিন খেলবো চেষ্টা করবো ওটা মাথায় রেখে... যদি ওটা মাথায় না থাকে, ওই খেলাটার মানে হয় না। আমার মনে হয় সবারই ব্যাক অব দ্য মাইন্ডে থাকে জাতীয় দল।”
মন্তব্য করুন: