নাজিবুল্লাহ ঝড়ে চট্টগ্রামের জয়

২২ জানুয়ারি ২০২৪

নাজিবুল্লাহ ঝড়ে চট্টগ্রামের জয়

মিরপুরের প্রথাগত ধীরগতির উইকেটে রান তুলতে দুই দলের ব্যাটারদের যেন প্রাণ ওষ্ঠাগত। বিপিএলের এই লো স্কোরিং ম্যাচের শেষটা রাঙিয়ে দিলেন আফগান তারকা নাজিবুল্লাহ জাদরান। তার ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত ঢাকাকে ৬ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসরে তিন ম্যাচে এটা তাদের দ্বিতীয় জয়।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৩৬ রান তোলে দুর্দান্ত ঢাকা। দলটির হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন মিডল অর্ডারে নামা লাসিথ ক্রসপুল্লে। তার ৩১ বলের ইনিংসে ছিল ৩টি চার এবং ২টি ছক্কার মার। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন ইরফান শুক্কুর। ৬ ব্যাটার দুই অংক ছুঁতে পারেননি। শেষে তাসকিন আহমেদের ৯ বলে ১৫ রানের ক্যামিওতে ঢাকার স্কোর একশ ত্রিশের ঘরে যায়। চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নেন আল-আমিন হোসেন আর বিলাল খান।

রান তাড়ায় নেমে ১৯ রানে প্রথম উইকেট হারায় চট্টগ্রাম। শরীফুল ইসলামের বলে আভিস্কা ফার্নান্দো ফিরেন ৬ বলে ১২ রানে। অপর ওপেনার তানজিদ তামিম ৩৯ বলে ৫ চার ১ ছক্কায় ৪৯ রান করে তাসকিনের শিকার হন। ১৬তম ওভারে তানজিদকে হারিয়ে চাপে পড়ে যায় চট্টগ্রাম। তবে আফগান তারকা নাজিবুল্লাহ জাদরানের ১৯ বলে ১ চার ৩ ছক্কায় ৩২* রানের ঝড়ো ইনিংসে ৬ উইকেট এবং ১০ বল হাতে রেখেই জিতে যায় চট্টগ্রাম।

মন্তব্য করুন: