সৌম্যর ব্যাটে ঝড়ের আভাস

২২ জানুয়ারি ২০২৪

সৌম্যর ব্যাটে ঝড়ের আভাস

নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও স্বরূপে ফিরেছিলেন সৌম্য সরকার। ভক্তদের প্রত্যাশা ছিল চলতি বিপিএলেও ব্যাট হাতে ঝলক দেখাবেন। অবশেষে সমর্থকদের সেই আশা কিছুটা পূরণ করেছেন বাঁহাতি এই ব্যাটার।

রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন সৌম্য। ফরচুন বরিশালের প্রথম ম্যাচে ১ রান করে সাজঘরে ফিরলেও এদিন ওয়ান-ডাউনে নেমে প্রথম থেকেই বোলারদের ওপর আক্রমণ চালাতে শুরু করেন তিনি। ওশান টমাসের ওভারে নিজের খেলা দ্বিতীয় বলে আপার-কাটে হাঁকান দারুণ এক ছক্কা।

এরপরই আত্মবিশ্বাসের সঙ্গে নিজের তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে সমর্থকদের উল্লাসে ভাসান বাঁহাতি এই ব্যাটার। তবে ম্যাচের অষ্টম ওভারে সৌম্যর এই ইনিংসের ছন্দপতন ঘটে। ফাহিম আশরাফের প্রথম বলে বাউন্ডারি হাঁকানোর পরের বলে তামিম ইকবালের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান-আউটে কাটা পড়েন তিনি। থামে ১০ বলে ২ চার ও ১ ছক্কার ১৭ রানের এক ইনিংস।

মন্তব্য করুন: