বিপিএলে এক ওভারে তিন ডিআরএস, তিন এলবিডাব্লিউ

২৩ জানুয়ারি ২০২৪

বিপিএলে এক ওভারে তিন ডিআরএস, তিন এলবিডাব্লিউ

সিলেট স্ট্রাইকার্সের দেওয়া ১২১ রানের টার্গেট তাড়ায় রংপুর রাইডার্স তখন ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে। তাদের বিপদ আরও বাড়িয়ে দিতে সপ্তম ওভারে লঙ্কান লেগ স্পিনার দুশান হেমন্তের হাতে বল তুলে দেন সিলেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ওই এক ওভারে উইকেট পড়ল তিনটি, দুই দল মিলে নিল তিনটি ডিআরএস!

হেমন্তরে প্রথম বলটিতে সিঙ্গেল নেন শামীম পাটোয়ারী। পরের বলে সিঙ্গেল নিয়ে ফের শামীমকে স্ট্রাইকে পাঠান বাবর আজম। তৃতীয় বলে শামীমের বিরুদ্ধে এলবিডাব্লিউয়ের জোরালো আবেদন হয়। আম্পায়ার সাড়া না দিলে নাজমুল হোসেন শান্তকে দেখা যায় মাশরাফিকে কিছু বলতে। সাথে সাথেই রিভিউ নেয় সিলেট। টিভি রিপ্লেত দেখা যায়, শামীম (২) পরিস্কার এলবিডাব্লিউ হয়ে গেছেন।

নতুন ব্যাটার মোহাম্মদ নবি চতুর্থ বলে রান নিতে পারেননি। পঞ্চম বলে তার বিরুদ্ধে এলবিডাব্লিউয়ের আবেদন হলে আম্পায়ার আঙুল তুলে দেন। এই দফায় রিভিউ নেয় রংপুর। কিন্তু টিভি রিপ্লে দেখার পর তাদের আবেদন টেকেনি। শূন্য রানে ফিরতে হয় আফগান অল-রাউন্ডারকে। ওভারের শেষ বলে আবারও এলবিডাব্লিউয়ের আবেদন। এবার ব্যাটারের নাম শেখ মেহেদি। আম্পায়ার প্রথমে সাড়া দেননি। এবারও রিভিউ নিয়ে জিতে যায় সিলেট। মুহূর্তেই রংপুরের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ৩৯ রান।

মন্তব্য করুন: