বিপিএলে এসেই দলকে জেতালেন বাবর
২৩ জানুয়ারি ২০২৪
আগেরদিন রাতেই অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের লম্বা সফর শেষে বাংলাদেশের মাটিতে পা রাখেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর। আর দীর্ঘ ভ্রমণ শেষে দলে যোগ দিয়েই দলকে জেতালেন ম্যাচ। বিপিএলে নিজের প্রত্যাবর্তনের ম্যাচে দুর্দান্ত এক ফিফটি হাঁকিয়ে রংপুর রাইডার্সকে ৪ উইকেটে জিতিয়েছেন ডানহাতি এই ব্যাটার।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে সিলেট স্ট্রাইকারস। কিন্তু পাওয়ারপ্লেতেই ৪ উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে গতবারের রানার্স-আপরা, যা পরে আর কাটিয়ে উঠতে পারেনি তারা। এদিন ওয়ানডে ব্যাটিংয়ে নেমে ৬ রান করে রান-আউটে কাটা পড়ে সাজঘরে ফেরেন সিলেট অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নাজমুল হোসেন শান্তও ১৪ রানের বেশি করতে পারেনি।
৩৯ রানে ৫ উইকেট হারানো দলের বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন দুই বিদেশি বেনি হাওয়েল ও বেন কাটিং। ষষ্ঠ উইকেটে ৬৮ রানের জুটি গড়ে ৩৭ রান করে কাটিং ফিরলে দলীয় স্কোর বেশি করতে পারেনি সিলেট। শেষ পর্যন্ত রংপুর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে ১২০ রানের সংগ্রহ পায় তারা।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় রংপুরও। প্রথম ছয় ওভারে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পরে তারা। সপ্তম ওভারে দুশান হেমন্ত ৩ উইকেট তুলে নিয়ে রংপুরের বিপদ আরও বাড়িয়ে দেন। কিন্তু অপর প্রান্তে থাকা বাবর আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে দলের হাল ধরেন। আফগান এই ব্যাটারকে নিয়ে সপ্তম উইকেটে ৮৬ রানের জুটি গড়ে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন সাবেক এক নম্বর টি-টুয়েন্টি ব্যাটার। ৪৯ বলে ৫৬ রান করে বাবর এবং ৩৫ বলে ৩ ছক্কা ও ২ চারে ৪৭ রান করে অপরাজিত থাকেন ম্যাচসেরা ওমরজাই।
মন্তব্য করুন: