৩০ জানুয়ারি কোথায় থাকবেন, জানেন না মাশরাফি
২৩ জানুয়ারি ২০২৪
খেলা এবং রাজনীতি নিয়ে আপাতত বেশ দোটানায় আছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নড়াইল-২ আসন থেকে তিনি টানা দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীকে সাংসদ নির্বাচিত হয়েছেন। এদিকে চলছে বিপিএল। দুটি মিলে মাশরাফির জন্য এমন এক পরিস্থিতি অপেক্ষা করছে, যা নিয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেননি।
আগামী ৩০ জানুয়ারি শুরু হতে যাচ্ছে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন। যা চলতি বছরের প্রথম অধিবেশনও বটে। সাংসদ হিসেবে সেই অধিবেশনে যোগ দেওয়া তার আশু কর্তব্য। অন্যদিকে একই দিনে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হবে ফরচুন বরিশালের। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। ঠিক এ কারণেই সৃষ্টি হয়েছে উভয় সংকটের।
চলতি বিপিএলে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি সিলেট। মঙ্গলবার ঢাকা পর্বের শেষ দিনেও তারা হেরেছে রংপুর রাইডার্সের কাছে। তাই দলকে জয়ের ধারায় ফেরানোটাও তার দায়িত্ব। এদিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা মাশরাফির কাছে জানতে চাওয়া হয় আগামী ৩০ জানুয়ারি ঘিরে তার পরিকল্পনা কী? প্রশ্ন শুনেই হাসতে থাকেন মাশরাফি। তারপর বলেন, “দেখি কী করা যায়… দেখি। চিন্তা করছি এখনও।”
মন্তব্য করুন: