আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা

২৩ জানুয়ারি ২০২৪

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা

আইসিসির বর্ষসেরা মেয়েদের ওয়ানডে দলে প্রথমবারের মতো জায়গা পেলেন বাংলাদেশের কোনো ক্রিকেটার। ২০২৩ সালে বল হাতে অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি স্বরূপ বর্ষসেরা দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

গত বছর মাঠে বেশ ভালো এক সময় কাটিয়েছে বাংলাদেশ মেয়েরা। শক্তিশালী ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ ড্রয়ের পর পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় নিগার সুলতানা জ্যোতির দল। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতেও একটি ম্যাচ যেতে তারা। আর দলের এই সাফল্যে বল হাতে বেশ বড় ভূমিকা রাখেন নাহিদা।

২০২৩ সালে বাংলাদেশের খেলা ১১ ওয়ানডের সবকটিতেই খেলেন নাহিদা। আর স্পিন ঘূর্ণিতে তুলে নেন ২০ উইকেট, যা মেয়েদের ক্রিকেটে বছরে দ্বিতীয় সর্বোচ্চ। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বল হাতে ৭ উইকেট শিকার করে হয়েছিলেন সিরিজসেরা।

সিরিজের দ্বিতীয় ম্যাচ টাই হলে সুপার ওভারে বাঁহাতি এই স্পিনারের হাতে বল তুলে দেন অধিনায়ক। পাঁচ বলে ৭ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয় সহজ করে দেন তিনি। এরপর সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ৩ উইকেট নিয়ে দলকে সিরিজ জেতাতে সাহায্য।

এর আগে ভারতের বিপক্ষে সিরিজেও বল হাতে আলো ছড়িয়েছিলেন নাহিদা। সিরিজে ৬ উইকেট শিকারের পাশাপাশি তৃতীয় ম্যাচে ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচ টাই করতে সহযোগিতা করেন। এছাড়াও প্রোটিয়াদের মাটিতে ঐতিহাসিক ওয়ানডে জয়ের ম্যাচেও ৩ উইকেট নিয়েছিলেন এই স্পিনার।

বর্ষসেরা একাদশ: 

চামারি আতাপাত্তু (অধিনায়ক), ফিবি লিচফিল্ড, এলিসা পেরি, অ্যামেলিয়া কার, বেথ মুনি, ন্যাটালি সিভার-ব্রান্ট, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, লিয়া তাহুহু, নাহিদা আক্তার।

 

মন্তব্য করুন: