আমাদের একজন সাকিব আছে : বাবর আজম
২৩ জানুয়ারি ২০২৪
ছয় বছর পর বিপিএল খেলতে এসেই ব্যাট হাতে রংপুর রাইডার্সকে জয় এনে দিলেন বাবর আজম। মঙ্গলবার মিরপুরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩৯ রানে ৬ উইকেট পতনের পর অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে তিনি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। বাবরের দলে আছেন সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অল-রাউন্ডার। তার সঙ্গে খেলার তর সইছে না বাবরের।
বিশ্বকাপ থেকে বয়ে বেড়ানো চোখের সমস্যা সাকিবের পিছু ছাড়ছে না। তাই বিপিএলে এক ম্যাচ খেলেই সিঙ্গাপুরে গেছেন ডাক্তার দেখাতে। তাই বাবরের সঙ্গে এখনো দেখা হয়নি। এদিকে বাবর স্বপ্ন দেখছেন, সাকিবের সঙ্গে একই দলে খেলার। মঙ্গলবার ম্যাচ শুরুর আগে সম্প্রচারকারী চ্যানেলকে বাবর বলেন, “তিনি (সাকিব) একজন কিংবদন্তি, খুবই অভিজ্ঞ ক্রিকেটার। তার অনেক অভিজ্ঞতা আছে। আমার জন্য ভালো যে আমাদের একজন সাকিব আল হাসান আছেন।”
নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে ক্রাইস্টচার্চ থেকেই ঢাকার বিমান ধরেছেন বাবর। তার আগমনের ম্যাচেই রংপুর আসরে তাদের প্রথম জয় পেয়েছে। দীর্ঘ ভ্রমণ শেষে মাঠে নামার চ্যালেঞ্জটা যে সহজ ছিল না, সেটাও মনে করিয়েছেন বাবর, “দীর্ঘ বিমানযাত্রা শেষে এসেছি। এখানে আসার জন্য দুটি ফ্লাইট ধরতে হয়েছে। বিশ্রাম নিয়ে নিজেকে এই ম্যাচের জন্য প্রস্তুত করেছি। যখনই খেলতে নামি, প্রত্যাশা সব সময়ই উঁচুতে থাকে। নিজের সর্বোচ্চটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করব।”
মন্তব্য করুন: