যুব বিশ্বকাপে আচরণবিধি লংঘন, মারুফ মৃধার সাজা

২৪ জানুয়ারি ২০২৪

যুব বিশ্বকাপে আচরণবিধি লংঘন, মারুফ মৃধার সাজা

দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আচরণবিধি লংঘনের দায়ে সাজা পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মারুফ মৃধা। তাকে তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। গত ২০ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে আচরণবিধি লংঘনের জন্য তিনি এই সাজা পেলেন।

ম্যাচের ৪৪তম ওভারে ভারতের ব্যাটার আরাভেলি অবনীশকে আউট করে তাকে ইশারায় দুইবার প্যাভিলিয়নের পথ দেখিয়ে দেন মারুফ। এতে আইসিসি কোড অফ কন্ডাক্টের ২.৫ ধারার লঙ্ঘন হয়েছে। এই ধারা অনুযায়ী কোনো খেলোয়াড় আউট হওয়ার পর ভাষা, অ্যাকশন বা অঙ্গভঙ্গি ব্যবহার করে তাকে অবমাননা বা উত্তেজিত করা অপরাধ হিসেবে গণ্য হবে। এর ফলস্বরূপ মারুফের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটাই তার প্রথম ডিমেরিট পয়েন্ট।

মাঠের আম্পায়ার ডোনোভান কোচ এবং নাইজেল ডুগুইড, তৃতীয় আম্পায়ার আল্লাহুদিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার ল্যাংটন রুসেরের আনীত অভিযোগের ভিত্তিতে মারুফের সাজা ঘোষণা কারেন ম্যাচ রেফারি শেইদ ওয়াদভাল্লা। মারুফ মৃধা অপরাধ স্বীকার করে সাজা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির আচরণবিধির লেভেল-১ লংঘনের নূন্যতম সাজা তিরস্কার। আর সর্বোচ্চ জরিমানা খেলোয়াড়ের ম্যাচ ফির ৫০ শতাংশ কর্তন এবং একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট।

মন্তব্য করুন: