পানশালা কাণ্ডে বিব্রত ম্যাক্সওয়েলকে দায়িত্বশীল হতে বললেন কামিন্স

২৪ জানুয়ারি ২০২৪

পানশালা কাণ্ডে বিব্রত ম্যাক্সওয়েলকে দায়িত্বশীল হতে বললেন কামিন্স

অ্যাডিলেডের এক পানশালায় ব্যাপক মদ্যপানের পর অসুস্থ হয়ে পড়েছিলেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তাকে সেখান থেকে হাসপাতালে নিতে হয়েছিল। এই ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল নিজেও বেশ বিব্রত। এমতাবস্থায় তাকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়া দলের অনুশীলন। ম্যাক্সওয়েলও এই অনুশীলনে যোগ দিয়েছেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামিন্স বলেন, ম্যাক্সি (ম্যাক্সওয়েল) কী করবে না করবে, সেটি একান্তই তার ব্যাপার। তবে আমরা সবাই প্রাপ্তবয়স্ক। আর প্রাপ্তবয়স্ক হিসেবে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, কী করবেন আর কী করবেন না।

বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে মহাকাব্যিক ডাবল সেঞ্চুরি করা ম্যাক্সওয়েলের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের এমন অভিযোগ এটাই প্রথম নয়। তাই সতীর্থকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন কামিন্স, এই ঘটনা যখন ঘটে তখন সে অস্ট্রেলিয়া দলের সঙ্গে ছিল না। সেটা ছিল ব্যক্তিগত অনুষ্ঠান। বিষয়টি একটু অন্য রকম। তবে যাই হোক না কেন বা আপনি যাই করুন না কেন, দায়িত্বটা একান্তই আপনার। খেয়াল রাখতে হবে কোনো ঘটনা ঘটিয়ে যেন চাপে পড়তে না হয়।

মন্তব্য করুন: