পিএসএলে খেলবেন না রশিদ খান
২৬ জানুয়ারি ২০২৪
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টুয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরে খেলবেন না রশিদ খান। পিঠে অস্ত্রোপচারের পর সেরে ওঠার পথে আছেন আফগানিস্তানের এই তারকা লেগ স্পিনার। পুরোপুরি সেরে ওঠার জন্য তিনি নিজেকে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া পিএসএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
পিএসএলের সবশেষ তিন আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন রশিদ। গত দুই আসরে ফ্র্যাঞ্চাইজিটির শিরোপা জয়ে তার বড় অবদান ছিল। তাই গত ডিসেম্বরের ড্রাফটের আগে তাকে সিলভার ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে ধরে রাখে লাহোর। কিন্তু এতেও কোনো লাভ হলো না। রশিদকে তারা পাচ্ছে না। তবে রশিদের জায়গায় সাপ্লিমেন্টারি ও রিপ্লেসমেন্ট ড্রাফট থেকে খেলোয়াড় নিতে পারবে লাহোর।
গত নভেম্বর থেকে চোটের কারণে পেশাদার ক্রিকেটের বাইরে আছেন রশিদ। বিশ্বকাপে পাওয়া চোটের কারণে অস্ত্রোপচার টেবিলে যেতে হয়েছে। ভারতের বিপক্ষে আফগানিস্তানের সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও কোনো ম্যাচ খেলতে পারেননি ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। পিএসএল ছাড়াও তিনি বিগ ব্যাশ এবং এসএটুয়েন্টি থেকেও নাম সরিয়ে নিয়েছিলেন।
মন্তব্য করুন: