ব্রিজবেন টেস্টে অস্ট্রেলিয়ার বিস্ময়কর ইনিংস ঘোষণা
২৬ জানুয়ারি ২০২৪
টেলএন্ডারদের ব্যাটিং দৃঢ়তায় বেশ ভালো এক সংগ্রহ নিয়েই প্রথম ইনিংস শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় পেসারদের আগুন ঝরানো বোলিংয়ে খেই হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়ার ব্যাটাররা। সেখান থেকে উসমান খাজাকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলেন প্যাট কামিন্স। কিন্তু ২২ রানে পিছিয়ে থাকা অবস্থায় সবাইকে অবাক করে দিয়ে ইনিংস ঘোষণা করেন অজি অধিনায়ক। ফলে, দ্বিতীয় দিন শেষ হতেই জমে উঠেছে ব্রিজবেন টেস্ট।
শুক্রবার ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন কেভিন সিনক্লেয়ার ও কেমার রোচ। সবাই যখন অপেক্ষায় ছিল দ্রুতই ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুটিয়ে দিয়ে স্বাগতিকরা ব্যাটিংয়ে নামবে; তখনই প্রতিরোধ গড়ে তোলে এই জুটি। অস্ট্রেলিয়ার পেস তোপ সামলে আরও প্রায় ২০ ওভার ব্যাট করে সফরকারীরা। নিজের অভিষেক ইনিংসে অর্ধ-শতক হাঁকিয়ে দলের সংগ্রহ ৩১১ তে নিয়ে যান সিনক্লেয়ার। মিচেল স্টার্ক ৪টি এবং জশ হ্যাজেলউড ও ন্যাথান লায়ন নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয় পেসারদের তোপের মুখে ৫ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে অস্ট্রেলিয়া। অ্যাডিলেইড টেস্টের মতো এ ম্যাচেও ওপেনিংয়ে নিজের নামের পাশে সুবিচার করতে পারেননি স্টিভ স্মিথ। রোচের বলে প্রথম ওভারেই এলবিডাব্লিউর ফাঁদে পড়ে ৬ রান করে সাজঘরে ফেরেন। পরের ওভারে প্যাভিলিয়নের পথ দেখেন মারনাস লাবুশেনও (৩)। পঞ্চম ওভারে রোচ পরপর দুই বলে ক্যামেরন গ্রিন (৮) ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ট্র্যাভিস হেডকে শূন্য রানে ফিরিয়ে পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দেন।
মিচেল মার্শকে নিয়ে ২৪ রানে ৪ উইকেট হারানো দলকে খাদের কিনারা থেকে তুলতে চেষ্টা করেন খাজা। কিন্তু মার্শও (২১) বেশিক্ষণ টিকতে না পারায় আবারও চাপে পড়ে স্বাগতিকরা। তবে অ্যালেক্স ক্যারির পাল্টা আক্রমণে ম্যাচে ফেরে অজিরা। ক্যারিবীয়দের ওপর ঝড় তুলে ৩৮ বলে ৭ চার ও এক ছক্কায় ফিফটি হাঁকান এই উইকেটরক্ষক ব্যাটার। কিন্তু ক্যারি (৬৫) ও স্টার্ককে দ্রুত ফিরিয়ে নিয়ন্ত্রণ আবারও নিজেদের দিকে নিয়ে আসে ওয়েস্ট ইন্ডিজ।
খাজাকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটে ৮১ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন কামিন্স। ৭৫ রান করে খাজা ফিরলে লায়নকে নিয়ে দ্রুত রান তোলায় মনোযোগ দেন অজি অধিনায়ক। ২৮৯ রানে লায়ন (১৯) আউট হলে সেখানেই ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। আর তেজনারায়ণ চন্দরপলের উইকেট তুলে নিয়ে দিনের খেলা শেষ করেন হ্যাজেলউড। ৩৫ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।
মন্তব্য করুন: