চোট জর্জর মাশরাফির দারুণ বোলিং

২৬ জানুয়ারি ২০২৪

চোট জর্জর মাশরাফির দারুণ বোলিং

ঘরের মাঠে প্রথম ম্যাচেই জ্বলে উঠল সিলেট স্ট্রাইকার্স। মাশরাফিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ উইকেটে মাত্র ১৩০ রান তুলতে পেরেছে। উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব কম রান দিয়েছেন হাঁটুর চোটে আক্রান্ত মাশরাফি। এর মাধ্যমে তিনি যেন গত কিছুদিন ধরে চলমান সমালোচনার জবাব দিয়ে দিলেন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। কুমিল্লার ওপেনার লিটন দাস আবারও ব্যর্থ; দুই চারে ৮ রান কর বেন কাটিংয়ের বলে এলবিডাব্লিউ হয়ে যান। অপর ওপেনার মোহাম্মদ রিজওয়ান করেন ১৬ বলে ১৪ রান। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ইমরুল কায়েস। এছাড়া জাকের আলী ২৯ আর খুশদিল শাহ ২১ রান করেন। 

বল হাতে দুর্দান্ত মাশরাফি এদিন পূর্ণ ৪ ওভার বোলিং করেছেন। কোনো উইকেট না পেলেও দিয়েছেন মাত্র ১৯ রান। একটি ছক্কা হজম করেছেন, ওয়াইড দিয়েছেন একটি। মাশরাফির ১২ বলে প্রতিপক্ষের ব্যাটাররা কোনো রান নিতে পারেননি। এছাড়া সামিত প্যাটেল ৪ ওভারে ১৬ রানে নেন ৩ উইকেট। রিচার্ড এনগ্রাভা নিয়েছেন ২৫ রানে ২টি। একটি করে উইকেট নিয়েছেন বেন কাটিং আর তানজিম সাকিব।

মন্তব্য করুন:

Add