‘সাকিব না খেললে আমাদের সমস্যা হয়’
২৭ জানুয়ারি ২০২৪
চোখের সমস্যা নিয়েই বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলে যাচ্ছেন সাকিব আল হাসান। বোলিংটা ভালো করলেও ব্যাটিংয়ে নামতেই তার চোখ ঝাপসা হয়ে আসে। সর্বশেষ ম্যাচে আট নম্বরে পর্যন্ত ব্যাটিংয়ে নেমেছিলেন! শনিবার সন্ধ্যায় সিলেটে সাকিবদের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। এদিন দুপুরে সাকিবকে দেখা গেল দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করতে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কোচিং স্টাফের বেশ কয়েকজনকে নিয়ে অনুশীলনে আসেন সাকিব। প্রায় পৌনে দুই ঘণ্টা তিনি ব্যাটিং অনুশীলন করেন। তাকে নেটে বোলিং করেছেন রিশাদ হোসেন, মহিদুল ইসলাম, রংপুরের স্পিন কোচ মোহাম্মদ রফিক এবং ট্রেনার রুবাইয়াত। অনুশীলন শেষে রংপুরের স্পিন কোচ রফিক জানান, সাকিবের চোখের সমস্যা রয়েই গেছে। তবে অনুশীলন করে নাকি সাকিব বেশ আত্মবিশ্বাস পেয়েছে।
জাতীয় দলের সাবেক এই স্পিন মহাতারকার ভাষায়, “সাকিব যদি না খেলে তাহলে আমাদের দলের সমস্যা হয়। সে আজ খেলবে। সে জন্যই প্রস্তুত হচ্ছে। সমস্যাটা চোখের। ক্রিকেট তো চোখের খেলা। সেখানেই সাকিবের সমস্যা। তবে যে কয়দিন দেখেছি, সেই তুলনায় আজ মোটামুটি আত্মবিশ্বাসী মনে হয়েছে। তেমন কথা হয়নি তার সঙ্গে। এমনিতে বলেছে, 'ঠিক আছি’।”
মন্তব্য করুন: