যুব বিশ্বকাপে সেমির লড়াইয়ে কঠিন সমীকরণে বাংলাদেশ
২৯ জানুয়ারি ২০২৪
দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সে পৌঁছেছে বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ হেরে জুনিয়র টাইগাররা যেভাবে পরের দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে, তাতে করে সমর্থকরা এবারও শিরোপা লড়াইয়ের স্বপ্ন দেখতেই পারেন। তবে এবারের টুর্নামেন্টের জটিল ফরম্যাটের মারপ্যাঁচের কারণে সুপার সিক্সের বাধা পেরিয়ে সেমি-ফাইনালে যেতে হলে বেশ কঠিন এক সমীকরণের মধ্য দিয়ে যেতে হবে ২০২০ সালের চ্যাম্পিয়নদের।
১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল। আর প্রত্যেক গ্রুপের সেরা তিনটি দল জায়গা করে নিয়েছে সুপার সিক্সে। এই ১২টি দল থেকে ৬টি দল নিয়ে করা হয়েছে দুটি গ্রুপ। যেখানে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমি-ফাইনালে খেলবে।
গ্রুপ ওয়ানে বাংলাদেশের সঙ্গে ভারত ও আয়ারল্যান্ড ছাড়াও আছে ‘ডি’ গ্রুপের পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল। কিন্তু টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সুপার সিক্সে প্রতিটি দল খেলবে দুটি করে ম্যাচ। সে হিসেবে প্রথম পর্বে ‘এ’ গ্রুপে দ্বিতীয় হয়ে আসা বাংলাদেশের প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপের প্রথম দল পাকিস্তান ও তৃতীয় দল নেপাল।
সুপার সিক্সের লড়াইয়ে দলগুলো যে খালি হাতে এসেছে তা কিন্তু নয়। গ্রুপ পর্বের পয়েন্ট ও নেট রান-রেট সঙ্গে নিয়েই শেষ চারের লড়াই শুরু করবে তারা। তবে প্রতিটি গ্রুপ থেকে যে দলগুলো সুপার সিক্স নিশ্চিত করেছে, শুধু তাদের বিপক্ষে খেলা ম্যাচের পয়েন্ট ও নেট রান-রেট এই পর্বে এসেছে। আর গ্রুপ পর্বে বাংলাদেশ আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে হারালেও ভারতের সঙ্গে জিততে পারেনি। ফলে, শুধু আয়ারল্যান্ডকে হারানো ম্যাচ থেকে পাওয়া পয়েন্ট ও নেট রান-রেট নিয়ে সেমি-ফাইনালের অভিযান শুরু করবে। এখানেই শুরু টাইগার যুবাদের কঠিন সমীকরণ।
নেট রান-রেটের হিসেবে সুপার সিক্সের গ্রুপ ওয়ানে বাংলাদেশের অবস্থান চার নম্বরে। অন্যদিকে, নিজেদের গ্রুপে সবকটি ম্যাচ জেতায় ভারত ও পাকিস্তান শেষ চারের লড়াই শুরু করবে গ্রুপের শীর্ষ দুই অবস্থানে থেকেই। তিনে রয়েছে নিউ জিল্যান্ড এবং শেষ দুই অবস্থানে আছে আয়ারল্যান্ড ও নেপাল।
সেমি-ফাইনালে যেতে হলে বাংলাদেশকে নিজেদের দুই ম্যাচে শুধু জয় পেলেই চলবে না, নজর রাখতে হবে নেট রান-রেটের দিকেও। কেননা, নেট রান-রেটের হিসেবে ভারত শুধু একটি ম্যাচ জিতলেই গ্রুপ থেকে তাদের শেষ চার অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। আর প্রতিপক্ষ হিসেবে বর্তমান চ্যাম্পিয়নরা পেয়েছে নিউ জিল্যান্ড ও নেপালকে। অন্যদিকে, পাকিস্তান যদি বাংলাদেশের কাছে হারেও, আয়ারল্যান্ডকে হারাতে পারলে তারাও নেট রান-রেটের হিসেবে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে চলে যেতে পারে। তাই সেমির লড়াইয়ে টাইগার যুবাদের সুপার সিক্সের ম্যাচগুলো জিততে হবে বেশ বড় ব্যবধানেই।
বুধবার ব্লুমফন্টেইনে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে সেমি-ফাইনালে ওঠার অভিযান শুরু করবে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে বেনোনিতে আগামী শনিবার তারা পাকিস্তানের মুখোমুখি হবে।
মন্তব্য করুন: