বুমরাহকে শাস্তি দিল আইসিসি

২৯ জানুয়ারি ২০২৪

বুমরাহকে শাস্তি দিল আইসিসি

ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত হায়দরাবাদ টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন জসপ্রিত বুমরাহ। ভারতের এই গতি তারকাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। সেইসঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

সোমবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল রোববার হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিন আইসিসির আচরণবিধি ভাঙেন বুমরাহ। ইংলিশদের দ্বিতীয় ইনিংসের ৮১তম ওভারে অলি পোপ সিঙ্গেল নেওয়ার সময় ইচ্ছাকৃতভাবেই তার পথ আটকানোর চেষ্টা করেন ভারতীয় পেসার। এসময় দুজনের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

আইসিসির আইন অনুযায়ী, রান নেওয়ার সময় কোনোভাবেই ব্যাটারের পথ আটকানো যাবে না। দুই ফিল্ড আম্পায়ার এবং তৃতীয় আম্পায়ার বুমরাহর বিরুদ্ধে অভিযোগ আনেন। ভারতীয় পেসারের শাস্তি ঘোষণা করেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। বুমরাহ নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচটিতে মোট ৬ উইকেট নিয়েছেন বুমরাহ। যদিও তার দল হেরেছে ২৮ রানে।

মন্তব্য করুন: