মাশরাফির জন্যই কি সিলেটের এই হাল?

২৯ জানুয়ারি ২০২৪

মাশরাফির জন্যই কি সিলেটের এই হাল?

টানা চার ম্যাচে হার!

বিপিএলের দশম আসরের একমাত্র দল হিসেবে সিলেট স্ট্রাইকার্স এখনও জয়ের দেখা পায়নি। ঢাকা থেকে বিপিএল সিলেটে গেলেও বদলায়নি মাশরাফি বিন মুর্তজার দলের ভাগ্য। সোমবারও তারা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। গত আসরের রানার্সআপরা এবারের আসরে নক-আউট পর্বে যেতে পারবে কিনা - তা নিয়ে বিস্তর সংশয় তৈরি হয়েছে। 

সোমবার ম্যাচ শেষে সিলেট স্ট্রাইকার্সের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আসেন জাকির হাসান। তার কাছে প্রশ্ন যায়, অধিনায়ক মাশরাফির পারফর্মেন্সের কারণেই এমনটা হচ্ছে কিনা? জাকিরের থেকে প্রত্যাশিত জবাবটাই আসে।

“না ওইটা না…. আপনি দেখেন, গত ম্যাচেও তো পারফর্ম করেছে। আসলে ওইটা ইস্যু না। ইস্যু হলো, আমরা সবাই ভালো খেলতে পারছি না। সবাই সবার জায়গা থেকে পারফর্ম করতে পারছে না বলেই দল ভালো করছে না।”

মাশরাফির হাঁটুর পুরনো চোট আবারও ফিরে এসেছে। পায়ে অস্ত্রোপচার করানোর কথা থাকলেও তিনি বিপিএলে খেলছেন। প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ২৫ রানে ১ উইকেট নেন। পরের ম্যাচে রংপুরের বিপক্ষে  বোলিং করেননি। ব্যাট হাতে তিন নম্বরে নেমে করেন ৬ রান। পরের ম্যাচে কুমিল্লার বিপক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ব্যাট হাতে সাত নম্বরে নেমে ‘ডাক’ মারেন। তার দল অল-আউট হয় মাত্র ৭৮ রানে।

সোমবার চট্টগ্রামের বিপক্ষে এক ওভার বোলিং করেছেন মাশরাফি। ১৪ রান দিয়ে কোনো উইকেট পাননি। চট্টগ্রামকে আটকাতে সাত বোলার ব্যবহার করেছেন। কিন্তু লাভ হয়নি। হেসেখেলেই জিতেছে চট্টগ্রাম।

আনফিট মাশরাফির বিপিএল খেলা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে। মূলতঃ সিলেটের মালিকপক্ষের চাওয়াতেই মাশরাফি খেলছেন। একাধিকবার সংবাদ সম্মেলনে এসেও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বললেনি মাশরাফি। শুধু বলেছেন, ‘সবকিছু ব্যাখ্যা করা সম্ভব নয়’। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেছেন, ‘মাশরাফিকে খেলিয়ে বিপিএলকে ছোট করা হচ্ছে’। আর গত শুক্রবার সংবাদ সম্মেলনে এসে মাশরাফি বলেছেন, তিনি পরের বিপিএলেও খেলতে চান।

মন্তব্য করুন: