এবার পিএসএলে শামার জোসেফ

৩০ জানুয়ারি ২০২৪

এবার পিএসএলে শামার জোসেফ

অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলে দুর্ধর্ষ পারফর্ম্যান্স করার পর সবাই ধরে নিয়েছিল, শামার জোসেফকে নিয়ে ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগগুলোর টানাহেঁচড়া শুরু হয়ে যাবে। ইতোমধ্যে সেটা শুরুও হয়ে গেল। চোটের কারণে আইএল টি-টুয়েন্টি খেলতে পারবেন না জোসেফ। এই সুযোগটাই কাজে লাগাল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমি।

ব্রিজবেনে উইন্ডিজের ঐতিহাসিক জয়ের ম্যাচে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন জোসেফ। পরদিন সেই চোট নিয়েই আগুনে বোলিংয়ে ৬৭ রানে ৭ উইকেট শিকার করে ক্যারিবিয়ানদের ঐতিহাসিক এক জয় এনে দেন। ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতে উইন্ডিজ। সেই চোটের কারণেই তিনি আইএল টি-টুয়েন্টি থেকে ছিটকে গেছেন।

এই সুযোগটাই নিয়েছে পেশোয়ার জালমি। আগামী ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী আসর শুরু হবে। এর আগে দলগুলো চোট পাওয়া খেলোয়াড়দের বদলি করার সুযোগ পাচ্ছে। তারই অংশ হিসেবে ইংল্যান্ডের গাস এটকিনসনের জায়গায় শামার জোসেফকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। জোসেফের চোট গুরুতর নয়। কিছুদিন বিশ্রাম নিয়েই তিনি পিএসএলে যোগ দেবেন।

মন্তব্য করুন: