‘রোহিতের বাজে অধিনায়কত্বের কারণেই ভারত হেরেছে’

৩০ জানুয়ারি ২০২৪

‘রোহিতের বাজে অধিনায়কত্বের কারণেই ভারত হেরেছে’

ইংল্যান্ডের বিপক্ষে হায়দরাবাদ টেস্ট নিজেদের করে নিতে বেশ কিছু সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু সেই সুযোগগুলোকে সময়মতো লুফে নিতে ব্যর্থ হওয়ায় হাতছাড়া হয়েছে ম্যাচ। স্বাগতিকদের এই হারের পেছনে ভারত অধিনায়ক রোহিত শর্মার বাজে নেতৃত্বকে কারণ হিসেবে দেখছেন সাবেক ইংলিশ পেসার স্টিভ হার্মিসন।

ম্যাচের প্রথম ইনিংস শেষে ১৯০ রানে এগিয়ে ছিল ভারত। এমনকি দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানের মধ্যে ইংলিশদের উইকেটও তুলে নিয়ে জয়ের পথেই ছিল তারা। তবে ষষ্ঠ উইকেটে ওলি পোপ বেন ফোকসের শতরানের জুটিতে ম্যাচে ফেরে ইংল্যান্ড। তৃতীয় দিনের শেষ বেলায় ফোকসের উইকেট তুলে নিলে ম্যাচ আবারও চলে যায় স্বাগতিকদের দিক। কিন্তু চতুর্থ দিন দুই লোয়ার-অর্ডার ব্যাটার রেহান আহমেদ টম হার্টলির সঙ্গে দারুণ দুটি জুটি গড়ে ম্যাচের ভাগ্য গড়ে দেন পোপ।

সপ্তম উইকেটে রেহানের সঙ্গে ৬৪ রানের এবং অষ্টম উইকেটে হার্টলিকে নিয়ে পোপ গড়েন ৮০ রানের জুটি। এই দুই পার্টনারশিপের প্রায় পুরোটা সময় রক্ষণাত্মক ফিল্ডিং সাজাতে দেখা যায় রোহিতকে। এমনকি রেহান হার্টলির মতো অনভিজ্ঞ ব্যাটারদের বেলাতেও রোহিতের কৌশল ছিল একইরকম। শেষ পর্যন্ত পোপ ১৯৬ রানে থামলে ভারতের সামনে ২৩১ রানের লক্ষ্য দাঁড়ায়। যা, বাঁহাতি হার্টলির ঘূর্ণি জাদুতে স্বাগতিকদের জন্য বেশ কঠিনই হয়ে যায়।

ইংলিশদের হয়ে টেস্ট ক্রিকেটে ২২৬ উইকেট শিকার করা হার্মিসনের মতে, ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে রোহিতের সাদামাটা অধিনায়কত্বের কারণে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। ম্যাচ শেষে ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক ডানহাতি এই পেসার বলেন, “দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মার অধিনায়কত্বে গলদ ছিল।

রোহিতের নেতৃত্বের কারণে যদি ভারত ম্যাচ হেরে থাকে, তবে ইংল্যান্ড ম্যাচ জিতেছে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের আত্মবিশ্বাসের কারণে। হার্মিসনের মতে, এই ম্যাচে ভারতকে হারানোর আত্মবিশ্বাস দলের বাকিদের মধ্যে স্টোকস ছড়িয়ে দিতে পেরেছেন বলেই ম্যাচে ইংলিশরা জয় পেয়েছে।  

এটা একটা অবিশ্বাস্য জয়। আমার মতে, দলে শুধু একজন মানুষই ভেবেছিল যে ইংল্যান্ড জিততে পারে। আর সেই মানুষটি হলো বেন স্টোকস। সে বাকি ১০ জনকেও এই জিনিসটি বিশ্বাস করিয়েছিল। ১৯০ রানে পিছিয়ে থাকায় প্রায় কেউই ইংল্যান্ডের পক্ষে ছিল না। কিন্তু এটাই হলো এই দলের সৌন্দর্য। তারা স্কোরবোর্ডের দিকে তাকায় না। তারা শুধু ভেবেছিল তৃতীয় ইনিংসটা (ইংল্যান্ডের দ্বিতীয়) নিজেদের করে নিতে। এরপর চতুর্থ ইনিংসে যে করেই হোক ম্যাচটি জিততে।

আগামী বৃহস্পতিবার বিশাখাপটনামে সিরিজের দ্বিতীয় টেস্টে দুই দল মুখোমুখি হবে।

মন্তব্য করুন: