ভেবেছিলাম দুনিয়ায় আমার সময় শেষ: পান্ত

৩০ জানুয়ারি ২০২৪

ভেবেছিলাম দুনিয়ায় আমার সময় শেষ: পান্ত

প্রায় এক বছরেরও বেশি সময় ধরে মাঠের বাইরে আছেন ভারতের রিশাভ পান্ত। ২০২২ সালের ডিসেম্বরে মর্মান্তিক এক গাড়ি দুর্ঘটনার ধকল কাটিয়ে চলতি বছরের আইপিএল দিয়ে আবারও ক্রিকেটের ২২ গজে ফেরার প্রন্তুতি নিচ্ছেন মারকুটে এই উইকেটরক্ষক ব্যাটার। লম্বা সময় পর তিনি সেই দুর্ঘটনার বিষয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন সে সময়ে তার মনের মধ্যে কী চলছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে পান্তের দুর্ঘটনার ভয়াবহ ছবি ছড়িয়ে পড়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন তাকে হয়তো আর ক্রিকেটে দেখা যাবে না। এমনকি, ২৬ বছর বয়সী এই বাঁহাতি এই ব্যাটারও ভেবেছিলেন, পৃথিবীতে তার সময়ই শেষ হয়ে আসছে। তবে শেষ পর্যন্ত বেশি গুরুতর কিছু না হওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি।

সম্প্রতি স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে পান্ত বলেন, “জীবনে প্রথমবার মনে হয়েছিল দুনিয়ায় আমার সময় শেষ। দুর্ঘটনার সময়ই টের পাচ্ছিলাম আঘাত কতটা গুরুতর। তবে আমি ভাগ্যবান কারণ এর চেয়ে খারাপ কিছু হতে পারত। আমার মনে হচ্ছিল কেউ একজন আমাকে বাঁচিয়ে দিয়েছে।

এই দুর্ঘটনায় পান্তের ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। এর সঙ্গে ডান কবজি, গোঁড়ালি পায়ের পাতা এবং মাথাসহ দেহের বিভিন্ন অংশে আঘাত পান। ফলে দ্রুত সুস্থ হওয়া যে খুব একটা সহজ হবে না তা নিজেও জানতেন, “আমি ডাক্তারকে জিজ্ঞেস করি, সুস্থ হতে কত সময় লাগবে? তিনি বলেন, ‘এটা ভালো হতে ১৬ থেকে ১৮ মাস লাগবে তাই আমি জানতাম আমাকে অনেক কষ্ট করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে।

পান্তের অনুপস্থিতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ওয়ানডে বিশ্বকাপের মতো আসরে বেশ ভালোই টের পেয়েছিল ভারত। তার বদলি হিসেবে উইকেটরক্ষকের জায়গায় তিন ফরম্যাটে এখন ভারত পর্যন্ত মাঠে নামিয়েছে বেশ কয়েকজন ক্রিকেটার। কিন্তু এখনও কেউ সেভাবে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে পারেনি। তাই চলতি বছর জুনে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে তার মাঠে ফেরা নিয়ে বেশ আশাবাদী দেশটির ক্রিকেট সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন: