প্রথম ক্রিকেটার হিসেবে বিপিএলে হাজার ডট খেললেন তামিম
৩০ জানুয়ারি ২০২৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে এই প্রথম কোনো ব্যাটার হাজার ডট বল খেললেন। তিনি বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল খান। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেটের বিপক্ষে ৮ বলে ২ রান করে ফেরার পথে তিনি এই বিব্রতকর রেকর্ডে নাম লেখান।
বিপিএলে মঙ্গলবার পর্যন্ত তামিম ডট বল খেলেছেন মোট এক হাজার তিনটি। এই বিব্রতকর পরিসংখ্যানে তার ধারেকাছে কেউ নেই। তবে শীর্ষ পাঁচে থাকা সবাই বাংলাদেশি। দ্বিতীয় স্থানে থাকা ইমরুল কায়েস খেলেছেন ৮৪৮ টি ডট। এর পরে আছেন যথাক্রমে এনামুল হক বিজয় (৭৭৪), মুশফিকুর রহিম (৬৬৯) এবং মাহমুদউল্লাহ (৬৬২)।
তামিমকে অবশ্য এই বিব্রতকর রেকর্ড দিয়ে বিচার করা যায় না। বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৩ হাজার ৫৯ রানের মালিক তামিম। ৩ হাজার ৭৬ রান নিয়ে মুশফিকুর রহিম আছেন শীর্ষে। এছাড়া একমাত্র বাংলাদেশি হিসেবে বিপিএলে সেঞ্চুরি করা ব্যাটার হলেন তামিম। বিপিএলে তার দুটি সেঞ্চুরি আছে।
মন্তব্য করুন: