যে সমীকরণে যুব বিশ্বকাপের সেমিতে যেতে পারে বাংলাদেশ

১ ফেব্রুয়ারি ২০২৪

যে সমীকরণে যুব বিশ্বকাপের সেমিতে যেতে পারে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জটিল ফরম্যাটের মারপ্যাঁচে সুপার সিক্সের লড়াই শুরুর আগেই সেমি-ফাইনালের দৌড়ে বেশ পিছিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু নেপালের বিপক্ষে বিধ্বংসী জয়ের পর শেষ চারে ওঠার লড়াইয়ে কিছুটা এগিয়েছে যুবারা। তবে সেমি-ফাইনালে যেতে পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে ২০২০ সালের চ্যাম্পিয়নদের শুধু জিতলেই হবে না, জিততে হবে বেশ কিছু সমীকরণ মাথায় রেখে।

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে গ্রুপ – ওয়ান থেকে বাংলাদেশ ও পাকিস্তান ছাড়াও আছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। তবে নেট রান-রেট (+৩.৩২৭) ও পয়েন্টের (৬) হিসেবে এই গ্রুপ থেকে বর্তমান চ্যাম্পিয়নদের শেষ চার এক প্রকার নিশ্চিতই বলা চলে। ফলে, এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমি-ফাইনালে পা রাখার লড়াইটা এখন মূলত বাংলাদেশ (৪ পয়েন্ট) ও পাকিস্তানের (৬ পয়েন্ট)। কিন্তু নেট রান-রেট (১.০৬৪) বিচারে পাকিস্তান এ লড়াইয়ে অনেকটাই এগিয়ে।

সুপার সিক্সে বাংলাদেশের রান রেট ০.৩৪৮। ফলে, শেষ চারে খেলতে হলে বাংলাদেশকে পাকিস্তানকে এমনভাবে হারাতে হবে যেন নেট রান-রেটে তারা প্রতিপক্ষকে টপকাতে পারে। আগে ব্যাট করলে জিততে হবে বড় ব্যবধানে আর পরে ব্যাট করলে পাকিস্তানকে কম রানের মধ্যে বেঁধে রেখে জিততে হবে নির্ধারিত ওভারের অনেক আগে। তাহলে কেমন হবে সেই সমীকরণ?

শনিবারের ম্যাচে বাংলাদেশ যদি আগে ব্যাট করে ৩০০ রান করে তাহলে পাকিস্তানকে ২৪৯ রানের বেশি করতে দেওয়া যাবে না। মানে তখন জিততে হবে কমপক্ষে ৫১ রানে। ঠিক তেমনি বাংলাদেশ ২৫০ রান করলে পাকিস্তানকে ২০০ রানের মধ্যে আটকে রাখতে হবে, মানে কমপক্ষে ৫০ রানে জিততে হবে। ২০০ রান করলে পাকিস্তানকে ১৫০ রানের বেশি করতে দেওয়া যাবে না। আগে ব্যাট করে এভাবে মাহফুজুর রহমান রাব্বির দল ম্যাচ জিততে পারলে নেট রান-রেটে পাকিস্তানকে টপকে শেষ চারে চলে যাবে।

তবে পাকিস্তানের বোলিং লাইন-আপের সামনে এই কাজটি মোটেও সহজ হবে না। আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলা দলটি তাদের কোনো প্রতিপক্ষকেই ২০০ রান পার করতে দেয়নি, সর্বোচ্চ ১৯৭ রান করেছিল নেপাল। এছাড়াও প্রতি ম্যাচেই প্রতিপক্ষের সবকটি উইকেট নিয়েছিল তারা।

ধরা যাক, পাকিস্তান আগে ব্যাট করে ৩০০ রান করলো। এক্ষেত্রে আশিকুর রহমান শিবলী-আরিফুল ইসলামদের লক্ষ্য তাড়া করতে হবে ৩৯ ওভার ৩ বলের মধ্যে। আবার পাকিস্তান ২৫০ রান করলে জিততে হবে ৩৯ ওভারের মধ্যে। ২০০ করলে ৩৮ ওভার ৪ বলের বেশি খেলা যাবে না।

অর্থাৎ, পাকিস্তানকে যত কম রানে আটকে রাখা যাবে, বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা ততই উজ্জ্বল হবে।

এইসব সমীকরণকে মাথায় রেখে শেষ চারে ওঠার অভিযানে আগামী শনিবার বেনোনিতে বাংলাদেশ সময় দুপুর দুইটায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে রাব্বির দল।

মন্তব্য করুন: