শামার জোসেফকে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের ‘বিশেষ উপহার’
২ ফেব্রুয়ারি ২০২৪
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক শামার জোসেফকে এবার পুরস্কৃত করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ২৪ বছর বয়সী এই পেসারকে কেন্দ্রীয় চুক্তিতে আনা হয়েছে। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
২০২৩-২৪ মৌসুমের জন্য ওয়েস্ট ইন্ডিজের ১৪ জনের কেন্দ্রীয় চুক্তির তালিকা আগেই ঘোষণা করা হয়েছিল। এবার ১৫ তম ক্রিকেটার হিসেবে শামার জোসেফকে চুক্তিতে অন্তর্ভূক্ত করা হলো। সিডব্লিউআইয়ের বিবৃতিতে বলা হয়েছে যে, “সম্প্রতি ব্রিজবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে জোসেফের অসাধারণ পারফরম্যান্স এবং অমূল্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
গত মাসে ব্রিজবেন টেস্টের শেষ ইনিংসে চোট নিয়ে ৬৮ রানে ৭ উইকেট শিকার করেছিলেন শামার জোসেফ। তার এই কীর্তিতে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ। অ্যাডিলেইডে সিরিজের প্রথম টেস্টে তার অভিষেক হয়েছিল। নিজের অভিষেক টেস্টে জোসেফ নিয়েছিলেন ৫ উইকেট। সিরিজসেরার পুরস্কার উঠেছিল তার হাতেই। আপাতত পায়ের চোটে তিনি মাঠের বাইরে আছেন।
ওয়েস্ট ইন্ডিজের ২০২৩-২৪ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তি: আলিক আথানেজ, ক্রেইগ ব্র্যাথওয়েট, কেসি কার্টি, তেজনারাইন চন্দরপল, জশুয়া ডি সিলভা, শাই হোপ, আকিল হোসেন, আলঝারি জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোটি, রভম্যান পাওয়েল, কেমার রোচ, জেডেন সিলস, রোমারিও শেফার্ড ও শামার জোসেফ।
মন্তব্য করুন: