অভিষিক্ত বার্লেটের ঝলকে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া

২ ফেব্রুয়ারি ২০২৪

অভিষিক্ত বার্লেটের ঝলকে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউড-প্যাট কামিন্স পেসত্রয়ীর অবর্তমানে দুই অভিষিক্ত পেসার নিয়ে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে নিজের প্রথম ম্যাচেই বল হাতে আগুন ঝরিয়েছেন জেভিয়ার বার্লেট। ডানহাতি এই পেসারের বোলিং নৈপুণ্যের পর স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিনের হার না মানা দুই ইনিংসে প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ানদের ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।

শুক্রবার মেলবোর্নে গত নভেম্বরে ভারতে রেকর্ড ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতার পর প্রথমবারের মতো এই ফরম্যাটে মাঠে নামে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ জয়ী দলের অর্ধেকের বেশি খেলোয়াড় বিশ্রামে থাকায় এদিন তুলনামূলক অনভিজ্ঞ এক দল নিয়েই মাঠেই নামে স্বাগতিকরা। নিয়মিত অধিনায়ক কামিন্সের অবর্তমানে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান স্মিথ। আর বল হাতে শুরুতেই সফরকারীদের ব্যাটিং-অর্ডার গুঁড়িয়ে দেন বার্লেট।

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের তৃতীয় বলেই দারুণ এক আউট-সুইংয়ে জাস্টিন গ্রিভসের স্ট্যাম্প ভাঙেন। পাওয়ারপ্লেতেই অধিনায়ক শাই হোপসহ (১২) তুলে নেন আরও এক উইকেট। গ্রিনের বলে টেস্ট সিরিজে দারুণ ছন্দে থাকা কাভেম হজ (১১) সাজঘরে ফিরলে ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে সফরকারীরা। সেখান থেকে পঞ্চম উইকেটে ১১০ রানের জুটি গড়ে দলকে টেনে তোলেন ক্যাসি কার্টি (৮৮) ও রস্টন চেজ (৫৯)। এই জুটি ভাঙলে আর তেমন কোনো জুটি তৈরি না হলে ৮ বল আগেই ২৩১ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। ৯ ওভারে ১৭ রানে ৪ উইকেট নেন ম্যাচসেরা বার্লেট।

ডেভিড ওয়ার্নার পরবর্তী যুগে ৫০ ওভারের ক্রিকেটে ট্র্যাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে নামেন উইকেটরক্ষক জশ ইংলিস। তবে লক্ষ্য তাড়ার শুরুটা মোটেও ভালো হয়নি স্বাগতিকদের। প্রথম ওভারেই হেডকে (৪) সাজঘরে ফেরান ম্যাথিউ ফোর্ড। ক্যারিবিয়ানদের সেই উল্লাস অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। বোলারদের ওপর ঝড় তুলে ২৮ বলে নিজের ফিফটি তুলে নেন ইংলিস। দলীয় ৮৩ রানে ৪৩ বলে ১০ চার ও ১ ছক্কায় ৬৫ রান করে ডানহাতি এই ব্যাটার ফিরলে আরও বিপদে পড়ে সফরকারীরা। শেষ পর্যন্ত গ্রিন (৭৭) ও স্মিথের (৭৯) অপরাজিত ১৪৯ রানের জুটিতে ৬৯ বল আগেই ম্যাচ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া।     

আগামী রোববার সিডনিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।

 

মন্তব্য করুন: