অধিনায়ক আর জার্সি বদলে সিলেটের প্রথম জয়

২ ফেব্রুয়ারি ২০২৪

অধিনায়ক আর জার্সি বদলে সিলেটের প্রথম জয়

ম্যাজিক্যাল ক্যাপ্টেন হিসেবে মাশরাফি বিন মুর্তজার খ্যাতি সর্বজনবিদিত। দলকে একই সুতায় গেঁথে রাখতে তার জুড়ি মেলা ভার। কিন্তু চলতি বিপিএলে মাশরাফির সেই নেতৃত্বের ঝলকানি দেখা যাচ্ছিল না। পাশাপাশি তার ফিটনেসের অভাব ভুগিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে। সেই মাশরাফি বিপিএল ছাড়তেই টানা পাঁচ ম্যাচ হারের পর প্রথম জয়ের দেখা পেল সিলেট। সেটাও আবার মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে।

ভাষার মাসের প্রতি সম্মান জানিয়ে এদিন সিলেটের জার্সি বদলে গেছে। জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে দেশীয় সংস্কৃতি। দেশি-বিদেশি সকল খেলোয়াড়দের জার্সিতেই তাদের নাম লেখা হয়েছে বাংলা হরফে। এত বদলের ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ১৫ রানে হারিয়ে দিয়েছে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৪২ রান তোলে সিলেট। ইনিংসের পঞ্চম বলে ডাক মারেন শামসুর রহমান। নাজমুল হোসেন শান্ত আজও ব্যর্থতার ঘানি টেনে আউট হন ৩ রান করে। জাকির হাসান গোল্ডেন ডাক মারেন। এরপরই সামিট প্যাটেলের (৩২) সঙ্গে ৪৯ বলে ৫৭ রানের জুটি গড়েন মোহাম্মদ মিঠুন। সিলেট অধিনায়কের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৪ চার এবং ৩ ছক্কায় ৫৯ রানের ইনিংস। এছাড়া শেষদিকে আরিফুল হক ৯ বলে ৩ ছক্কায় ২১ রানের ক্যামিও উপহার দেন।

রান তাড়ায় নেমে দলীয় ১৩ রানে সাইম আইয়ুবকে হারায় দুর্দান্ত ঢাকা। এরপর নিয়মিত বিরতিতে তারা উইকেট হারাতে থাকে। মোহাম্মদ নাঈম (২), সাইফ হাসান (১৭), অ্যালেক্স রস (২০) গুলবাদিন নাইব (১২), ইরফান শুক্কুর (৪), অধিনায়ক মোসাদ্দেক হোসেন (১১), আরাফাত সানি (২) কেউই দায়িত্ব নিতে পারেননি। শেষদিকে ব্যাট হতে ঝড় তোলেন তাসকিন আহমেদ। এই পেস তারকার ব্যাট থেকে আসে ১১ বলে ৬ চারে ২৭ রানের ইনিংস। যদিও তা দলের কাজে আসেনি। ৯ উইকেটে ১২৬ রানে থামে ঢাকা। সিলেট পায় ১৫ রানের জয়। রিচার্ড এনগ্রাভা ৩০ রানে নেন ৪ উইকেট।

মন্তব্য করুন:

Add