মাশরাফিই এখনও সিলেটের অধিনায়ক: মিঠুন
২ ফেব্রুয়ারি ২০২৪
বিপিএলের দশম আসরে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে টানা পাঁচ ম্যাচ জয়হীন ছিল সিলেট স্ট্রাইকার্স। কিন্তু মাশরাফিহীন প্রথম ম্যাচে মাঠে নেমেই জয় তুলে নিয়েছে গতবারের রানার্স-আপরা। তাই স্বভাবতই প্রশ্ন উঠেছে দলের নিয়মিত অধিনায়কের পারফরমেন্সের অভাবেই সিলেট এতদিন জয়হীন ছিল কি না? তবে সিলেটের বর্তমান অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলছেন ভিন্ন কথা। মাশরাফিই নাকি এখনও সিলেটের অধিনায়ক।
সংসদে হুইপের দায়িত্ব পালনের জন্য সিলেটের হয়ে পাঁচ ম্যাচ খেলার পরই এবারের বিপিএল থেকে সরে দাঁড়ান মাশরাফি। তার অবর্তমানে দলের সহ-অধিনায়ক থেকে মিঠুনকে অধিনায়ক করা হয়। তার নেতৃত্বে শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকাকে ১৫ হারায় গতবারের রানার্স-আপরা। সিলেটের ১৪২ রানের লড়াই করার মতো সংগ্রহে মিঠুন একাই খেলেন ৪৬ বলে ৫৯ রানের ইনিংস।
আর তাই ঢাকার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে “অধিনায়কের পারফরম্যান্সের অভাবেই কি প্রথম পাঁচ ম্যাচ জিততে পারেনি সিলেট?” প্রশ্ন করা হলে মিঠুন বলেন, “মাশরাফি ভাই এখনও আমাদের অধিনায়ক। তার অনুপস্থিতিতে আমি এই দায়িত্বটা পালন করছি। তবে এখনও সবকিছুই কিন্তু... আমাদের দল থেকে শুরু করে আমরা কীভাবে চলব, সবসময় দলের সঙ্গে সম্পৃক্ত আছেন উনি। সকালেও তার সঙ্গে কথা হয়েছে। আপনারা সবাই জানেন ব্যস্ততার কারণে বিপিএলে অংশ নিতে পারছেন না।”
অন্যদিকে, ফিটনেসজনিক কারণ ও হাঁটুর চোটের কারণে সিলেটের প্রথম পাঁচ ম্যাচে দলের হয়ে বলার মতো কিছুই করতে পারেননি মাশরাফি। অধিনায়কত্বেও ছিল না আগ্রাসন। যা নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে হয় ব্যাপক সমালোচনা। তবে এক্ষেত্রে মাশরাফির পাশেই আছেন মিঠুন।
“আমাদের দেশে কিন্তু এমন অনেক ক্রিকেটার আছেন, যাদের বাংলাদেশ ক্রিকেটে যা অবদান, এটা শুধু একটা ম্যাচ বা একটা টুর্নামেন্ট দিয়ে বিচার করতে পারবেন না। তাদের অবদান অনেক। আমাদের সবারই উচিত, যারা বাংলাদেশ ক্রিকেটে অবদান রেখেছেন, তাদের সম্মান করা।”
তবে এই ম্যাচের আগেও তিনটিতে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল সিলেট। কিন্তু বোলার ও ব্যাটারদের ব্যর্থতায় জয় ছাড়াই মাঠ ছাড়তে হয় তাদের। জয়ের জন্য মাশরাফির চেষ্টার কথা জানিয়ে সিলেট অধিনায়ক বলেন, “আমার যেমন জেতার চাওয়া ছিল, মাশরাফি ভাইয়েরও একই চাওয়া ছিল। তিনিও নিজের দিক থেকে সর্বোচ্চ চেষ্টাই করে গেছেন। দুর্ভাগ্যজনকভাবে ফলাফল পক্ষে আসেনি। আমরা যদি প্রথম ম্যাচ থেকে জেতা শুরু করতাম, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসত না।”
মন্তব্য করুন: