তৃতীয় কনিষ্ঠ ভারতীয় হিসেবে জয়সোয়ালের দ্বিশতক

৩ ফেব্রুয়ারি ২০২৪

তৃতীয় কনিষ্ঠ ভারতীয় হিসেবে জয়সোয়ালের দ্বিশতক

প্রথম দিনের আগ্রাসী ব্যাটিংয়েই বিশাখাপত্তনম টেস্টে বড় কিছু করে দেখানোর ইঙ্গিত দিয়েছিলেন যশস্বী জয়সোয়াল। দ্বিতীয় দিনের শুরুতেই বাঁহাতি এই ব্যাটার ঠিক তাই করে দেখিয়েছেন। অভিষিক্ত শোয়েব বশিরকে পরপর দুই বলে ছক্কা ও চার হাঁকিয়ে তৃতীয় কনিষ্ঠ ভারতীয় হিসেবে টেস্টে দ্বিশতক হাঁকিয়েছেন জয়সোয়াল। তার এই দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে প্রথম ইনিংসে ভারত থেমেছে ৩৯৬ রানে।

শনিবার ১৭৯ রানে ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করেন জয়সোয়াল। এদিন অবশ্য আগের দিনের চেয়ে বেশ ধীরস্থিরভাবেই খেলছিলেন। ইনিংসের ১০২তম ওভারের দ্বিতীয় বলে প্যাডের ওপর ফুলটস বল দেন আগের বলেই ছক্কা খাওয়া বশির। পুরো ইনিংসজুড়ে দারুণ সব বল মোকাবেলা করা জয়সোয়াল যে এই বল হাত ছাড়া করবেন না তা অনুমেয়ই ছিল। এই ফুলটসকে স্কয়ার লেগে দিয়ে চার মেরে ক্যারিয়ারের প্রথম দ্বিশতকে পৌঁছান এই বাঁহাতি ওপেনার।

২২ বছর ৩৬ দিন বয়সে দ্বিশতক হাঁকানো জয়সোয়ালের চেয়ে কম বয়সে ভারতের হয়ে এই কীর্তি গড়া অন্য দুই ব্যাটার হলেন কিংবদন্তি সুনীল গাভাস্কার ও বিনোদ কাম্বলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৭১ সালে গাভাস্কার ২১ বছর ২৭৭ দিন বয়সে দ্বিশতক হাঁকিয়েছিলেন গাভাস্কার। আর তার চেয়েও কম বয়সে দুটি দ্বিশতকের মুখ দেখেন কাম্বলি। ১৯৯৩ সালে ২১ বছর ৩২ দিন বয়সে ইংল্যান্ডের বিপক্ষে এবং ২১ বছর ৫৪ দিন বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে কাম্বলি এই কীর্তি গড়েন।

ইংল্যান্ডের বিপক্ষে জয়সোয়ালের দ্বিশতকটি ২০১৯ সালের পর ভারতীয় কোনো ব্যাটারের প্রথম দ্বিশতক। মায়াঙ্ক আগারওয়াল বাংলাদেশের বিপক্ষে ভারতের হয়ে সবশেষ দ্বিশতকটি করেছিলেন। শুধু তাই নয়, ২০০৭ সালের পর প্রথম কোনো ভারতীয় বাঁহাতি ব্যাটার হিসেবেও দ্বিশতকের দেখা পেয়েছেন জয়সোয়াল।

পুরো ইনিংসেই বেশ আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়েছেন জয়সোয়াল। শুক্রবার প্রথম দিনে ছক্কা হাঁকিয়ে শতক উদযাপন করেছিলেন। তবে দ্বিশতকের পর নিজের ইনিংস খুব একটা লম্বা করতে পারেননি তিনি। দলীয় ৩৮৩ রানে জেমস অ্যান্ডারসনের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ডিপ-কভারে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জয়সোয়াল। থামে ২৯০ বলে ১৯ চার ও ৭ ছক্কায় ২০৯ রানের স্মরণীয় এক ইনিংস।

অবশ্য জয়সোয়াল ছাড়া আর কোনো ভারতীয় ব্যাটার ইংলিশ বোলারদের সামনে খুব একটা সুবিধা করতে পারেননি। কোনো ব্যাটার দেখা পাননি পঞ্চাশ রানেরও। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন শুবমান গিল। জয়সোয়াল আউট হলে আর বেশিক্ষণ স্থায়ী হয়নি ভারতের ইনিংসও। অ্যান্ডারসন, বশির ও রেহান আহমেদ নেন ৩টি করে উইকেট।

মন্তব্য করুন: