ব্র্যাডম্যান-কোহলির সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিলেন উইলিয়ামসন
৪ ফেব্রুয়ারি ২০২৪
মাউন্ট মঙ্গানুইয়ে অন্যরকম এক টেস্ট ম্যাচের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। এমনিতেই নিউ জিল্যান্ডের বিপক্ষে লাল বলে দক্ষিণ আফ্রিকা সবসময়ই আধিপত্য দেখিয়েছে। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। প্রোটিয়াদের বহুল আলোচিত এই স্কোয়াডে ৮ জনই ছিলেন অভিষেকের অপেক্ষায়। যার মাঝে ৬ জনের অভিষেক হয়েছে আজ। কেইন উইলিয়ামসন আর রাচিন রবীন্দ্রের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে নিউ জিল্যান্ড।
শনিবার দিনের প্রথম ডেলিভারিতেই নিউ জিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়েকে এলবিডব্লিউ করে দিয়েছেন প্রোটিয়া পেসার টিসেপো মোরেকি। এর মাধ্যমে তিনি ইতিহাসের ২৪তম বোলার হিসেবে টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট নেওয়ার কীর্তি গড়লেন। এরপর ইনিংসের ১৭তম ওভারে আরেক ওপেনার টম ল্যাথামকে ফিরিয়েছেন ডেইন পিটারসন। দিনশেষে ৮৬ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলেছে কিউইরা।
নিউ জিল্যান্ডের তরুণ তারকা রাচিন রবীন্দ্র ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন। দিনশেষে তিনি অপরাজিত আছেন ২১১ বলে ১৩টি চার ও ১ ছয়ে ১১৮ রানে। অন্যদিকে ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি হাঁকিয়েছেন কেইন উইলিয়ামসন। এর মাধ্যমে তিনি পেছনে ফেললেন ডন ব্র্যাডম্যান এবং বিরাট কোহলিকে। দুজনেই টেস্টে ২৯টি করে সেঞ্চুরির মালিক। উইলিয়ামসন অপরাজিত আছেন ২৫৯ বলে ১৫টি চারে ১১২ রানে। রাচিন রবীন্দ্রের সঙ্গে তার অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে এসেছে ২১৯ রান।
উল্লেখ্য, এখন পর্যন্ত ১৭টি টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা আর নিউ জিল্যান্ড। এর মধ্যে ১৩টি সিরিজে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। বাকি ৪টি সিরিজ হয়েছে ড্র। তবে এবারের সিরিজটা দক্ষিণ আফ্রিকা শুরু করল ‘আন্ডারডগ’ হিসেবেই।
মন্তব্য করুন: