এবার যুব বিশ্বকাপে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট
৪ ফেব্রুয়ারি ২০২৪
নিউ জিল্যান্ডের বিপক্ষে গত ডিসেম্বরে মুশফিকুর রহিমের ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট নিয়ে কত কাণ্ডই না হয়েছিল! অভিজ্ঞ মুশফিককে ‘ফিক্সার’ বানিয়ে দিয়েছিল একটি টিভি চ্যানেল। যা নিয়ে আইনি নোটিশ দিয়েছিলেন মুশফিক। এবার সেই আলোচিত ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট দেখা গেল চলমান যুব বিশ্বকাপে। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
পচেফস্ট্রুমে জিম্বাবুয়ের বিপক্ষে শনিবার সুপার সিক্সের ম্যাচটিতে ইংল্যান্ডের হামজা শেখ এমন আউটের শিকার হয়েছেন। ইংল্যান্ডের ইনিংসের ১৭তম ওভারের ঘটনা। জিম্বাবুয়ের বাঁহাতি স্পিনার রায়ান সিম্বির একটি বল ড্রাইভ করার চেষ্টা করেন চার নম্বরে নামা হামজা। তবে ঠিকমতো খেলতে পারেননি। বল তার পায়ে লেগে সেখানেই পড়ে থাকে। উইকেটকিপার রায়ান কামওয়েম্বা এগিয়ে এসে বল তোলার আগেই ভুল করে বসেন হামজা।
ইংল্যান্ডের এই ব্যাটার নিচু হয়ে বলটি তুলে দেন কিপারের হাতে। সঙ্গে সঙ্গে আবেদন করেন জিম্বাবুয়ের কিপার। আম্পায়ারের আউট না দিয়ে উপায় ছিল না। যদিও বলটি স্টাম্পের দিকে যাচ্ছিল না। স্রেফ সৌজন্যবশতই বল তুলে কিপারের হাতে দিতে গিয়েছিলেন হামজা। কিন্তু বল তখনো ডেড না হওয়ায় জিম্বাবুয়ের কিপার সৌজন্যতার ধার ধারেননি। হামজা অবাক হয়ে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু জিম্বাবুয়ের পক্ষ থেকে আর আবেদন তুলে নেওয়া হয়নি।
এ ধরনের আউটকে আগে বলা হতো ‘হ্যান্ডলড দ্য বল’ আউট। ২০১৭ সাল থেকে নিয়মে বদল এনে এই ধরনের আউটকেও ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের আওতায় আনা হয়েছে। হামজার আউট নিয়ে ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে সমালোচনা। ইংল্যান্ডের কিংবদন্তি পেসার স্টুয়ার্ট ব্রড সামাজিক মাধ্যমে লিখেছেন, “ওহ, নিজেকে নিয়ন্ত্রণ কর! সে তো স্থির হয়ে পড়ে থাকা বলটি স্রেফ কিপারকে দিয়েছিল। কিপারের উপকারই করছিল। এটা আউট দেওয়া যায় না!”
মন্তব্য করুন: