‘জয়সোয়ালকে মাথায় তুলবেন না, তাকে বেড়ে উঠতে দিন’
৪ ফেব্রুয়ারি ২০২৪
তরুণ কোনো ক্রিকেটার ভালো পারফর্ম করলে স্বাভাবিকভাবেই মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ ডাবল সেঞ্চুরির পর ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়ালকে নিয়েও এমনটাই হচ্ছে। শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ, মাইক আথারটন, অ্যালিস্টার কুকের মতো মহাতারকারা তার প্রশংসায় মেতেছেন। মাতামাতি চলছে ভারতীয় গণমাধ্যমেও, যা মোটেও পছন্দ করছেন না গৌতম গম্ভীর।
বিশাখাপত্তনমে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে ২০৯ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন জয়সোয়াল। তার ২৯০ বলের ইনিংসে ১৯ চারের সঙ্গে ছক্কা ছিল ৭টি। গত বছর টেস্ট অভিষেকেও খেলেন ১৭১ রানের ইনিংস। ২২ বছরের এই তরুণকে নিয়ে এখন স্তুতির জোয়ার বইছে। এমন সময়ে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীর বললেন, “তরুণ এই তারকাকে তার অর্জনের জন্য অভিনন্দন জানাতে চাই, তবে আরও বেশি গুরুত্বপূর্ণ, সবার কাছে অনুরোধ করতে চাই যে, ছেলেটিকে খেলতে দিন।”
এত কম বয়সে কাউকে নায়ক বানিয়ে চাপে ফেলে দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন ভারতের এই সাবেক ওপেনার, “আগেও দেখেছি যে ভারতের একটি রীতি আছে, বিশেষ করে সংবাদমাধ্যমে, তরুণদের অর্জন নিয়ে অতি শোরগোল তোলা হয়, তাদেরকে নানারকম তকমা দেওয়া হয় এবং তাদেরকে নায়কের মতো উপস্থাপন করা যায়। পরে প্রত্যাশার চাপে তারা ভেঙে পড়ে এবং নিজের সহজাত খেলা খেলতে পারে না। তাদেরকে বেড়ে উঠতে দিন এবং খেলা উপভোগ করতে দিন।”
প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা জয়সোয়াল দ্বিতীয় ইনিংসে আলগা শটে আউট হয়েছেন ১৭ রান করে। অন্যদিকে আরেক তরুণ শুভমান গিলও দারুণ প্রতিশ্রুতিশীল শুরুর পর এখন খারাপ সময় কাটাচ্ছেন। একই অবস্থা শ্রেয়স আইয়ারেরও। এই ক্রিকেটারদের আরও সময় দেওয়ার পক্ষে গম্ভীর, “ওদেরকে সময় দেওয়া উচিত আমাদের। দুজনই মানসম্পন্ন ক্রিকেটার এবং পারফরম্যান্স দিয়েই আগে তা দেখিয়েছে। এজন্যই তারা ভারতের হয়ে খেলছে।”
মন্তব্য করুন: