ভারতের বিপক্ষে জিততে রেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে

৪ ফেব্রুয়ারি ২০২৪

ভারতের বিপক্ষে জিততে রেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে

শুভমান গিলের দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের সামনে বিশাল টার্গেট দিয়েছে ভারত। জিততে হলে বেন স্টোকসদের রীতিমতো রেকর্ড গড়তে হবে। ম্যাচের বাকি আরও দুই দিন। জয়ের জন্য চতুর্থ ইনিংসে স্টোকসদের করতে হবে ৩৯৯ রান। অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে ভারতের প্রয়োজন ৯ উইকেট।

২০২২ সালে এজবাস্টনে ভারতের দেওয়া ৩৭৮ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। এটাই তাদের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। এবার বিশাখাপত্তনমে ভারতকে হারাতে হলে রান তাড়ার নতুন রেকর্ড গড়তে হবে বেন স্টোকসদের। অন্যদিকে ভারতের মাটিতে সবচেয়ে বেশি রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ডও ইংল্যান্ডের বিপক্ষে। ২০০৮ সালে সেই ৩৭৮ রান তাড়া করেই জিতেছিল ভারত।

রোববার ম্যাচের তৃতীয় দিনে ১৪৭ বলে ১০৪ রানের ইনিংস উপহার দেন শুভমান গিল। এছাড়া ভারতের আর কেউ ফিফটিও করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন অক্ষর প্যাটেল। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫৫ রানে। ২৯ রানে ২ উইকেট নেন জেমস অ্যান্ডারসন। এছাড়া টম হার্টলি নেন ৪টি, রেহান আহমেদ ৩ উইকেট শিকার করেন।

বিশাল টার্গেট তাড়ায় তৃতীয় দিন শেষে ১ উইকেটে ৬৭ রান তুলেছে ইংল্যান্ড। জ্যাক ক্রলি (২৯) আর রেহান আহমেদ (৯) অপরাজিত আছেন। প্রথম ইনিংসে ভারতের ৩৯৬ রানের জবাবে ইংল্যান্ড অল-আউট হয়েছিল ২৫৫ রানে।

মন্তব্য করুন: