আমরা মেশিন নই, আমরা মানুষ: রিজওয়ান
৫ ফেব্রুয়ারি ২০২৪
বর্তমান সময়ে বাংলাদেশ ও পাকিস্তানের সেরা ব্যাটারদের তালিকা করলে লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ানের নাম সবার উপরের দিকেই থাকবে। আর এবারের আসরে এই দুই ব্যাটারকে নিয়ে নিজেদের টপ-অর্ডার সাজিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ফলে, সমর্থকদের কাছেও প্রত্যাশা ছিল লিটন ও রিজওয়ানের ব্যাটে রানের ফুলঝুরি দেখার। কিন্তু দুই দেশের সেরা দুই ব্যাটারকে নিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা দল সাজালেও এখনও জ্বলে ওঠেনি তাদের ব্যাট। তবে ব্যাটে রান না থাকলেও নিজেদের চেষ্টার কোনো কমতি নেই বলে জানিয়েছেন রিজওয়ান।
চলতি বিপিএলে ৫ ম্যাচের ৩টিতে জিতে পয়েন্ট তালিকার চারে অবস্থান করছে কুমিল্লা। এই ৫ ম্যাচের ৪টিতে ওপেনিংয়ে নামা লিটন-রিজওয়ান জুটির ব্যাট থেকে সর্বোচ্চ রান এসেছে ২৬। শুধু তাই নয়, দুইজনের একজনও এখন পর্যন্ত অর্ধ-শতকের দেখা পাননি।
সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে কুমিল্লার অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এই দুই ব্যাটারের রান না পাওয়ার বিষয়টি উঠে আসলে রিজওয়ান বলেন, “আমরা মেশিন নই, আমরা মানুষ।”
কুমিল্লার হয়ে এখন পর্যন্ত এবারের আসরে ৪টি ম্যাচ খেলেছেন রিজওয়ান। মাত্র ৮৫ দশমিক ৩৩ স্ট্রাইক-রেটে রান করেছেন ৬৪, যা টি-টুয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের হয়ে নিয়মিত রান করা এই ব্যাটারের নামের সঙ্গে যায় না। তার এরকম মলিন পারফরমেন্স নিয়ে জানতে চাওয়া হলে এই উইকেটরক্ষক-ব্যাটার বলেন, “আমি একজন মানুষ! কোনো মেশিন নই। দলের জন্য নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছি। তবে আমি দলের ফলাফলে খুশি। আমি ও দলের সবাই এটিই চাই। এটি ভালো। আমার পারফরমেন্সের কথা বললে, আমি যেমন চাই, তেমন হয়নি। আমার কাছে মানুষের প্রত্যাশাও এমন নয়। তবে আমি মেশিন নই। কঠোর পরিশ্রম করছি, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি।”
দলের আরেক ওপেনার লিটনের চেয়ে আরও খারাপ। ৫ ম্যাচ খেলে কুমিল্লার অধিনায়ক ৭৫ দশমিক ৪১ স্ট্রাইক-রেটে রান করেছেন মাত্র ৩৭! রানে ফিরতে সতীর্থের চেষ্টায় কোনো কমতি না দেখা রিজওয়ান বলেন, “লিটনকে আমি দেখেছি, অনেক পরিশ্রম করছে। তবু আপনার সেই মোমেন্টামটা পেতে হবে। ক্রিকেটার হিসেবে আমি লিটন দাসকে একজন সাউন্ড প্লেয়ার হিসেবে দেখি। আপনি যদি তার আউটগুলো দেখেন, কিছু কিছু জায়গায় দুর্ভাগা ছিল। তবে আমি যা দেখছি, সে সব সময় পরিশ্রম করছে। আশা করি, সে পরের ম্যাচে পারফর্ম করবে।”
বুধবার মিরপুরে দুপুর দেড়টায় খুলনার বিপক্ষে ম্যাচ দিয়ে ঢাকা পর্বে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।
মন্তব্য করুন: