পঞ্চম নিউ জিল্যান্ড ব্যাটার হিসেবে উইলিয়ামসনের জোড়া শতক
৬ ফেব্রুয়ারি ২০২৪
টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন নিউ জিল্যান্ডের কেইন উইলিয়ামসন। শেষ ৫ ম্যাচের ৫টিতেই পেয়েছেন তিন অংকের ছোঁয়া। কিন্তু অপূর্ণতা ছিল এক ম্যাচে জোড়া শতক হাঁকানোর। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টে সেটিও আর বাকি রাখলেন না এই তারকা ব্যাটার। দ্বিতীয় ইনিংসেও শতক হাঁকিয়ে পঞ্চম কিউই ব্যাটার হিসেবে জোড়া শতক হাঁকানোর কীর্তি করেছেন উইলিয়ামসন।
এক দশকেরও বেশি সময় আগে শেষ নিউ জিল্যান্ড ব্যাটার হিসেবে এক টেস্টের দুই শতক হাঁকিয়েছিলেন পিটার ফুলটন। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে অকল্যান্ড টেস্টে ডানহাতি এই ওপেনার এই কীর্তি গড়েছিলেন। আর উইলিয়ামসনের আগে আন্তর্জাতিক ক্রিকেটে এক টেস্টে জোড়া শতক হাঁকান বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে তিনি এই কীর্তি গড়েন।
মঙ্গলবার মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টের তৃতীয় দিনকে পুরোটাই নিজেদের করে নেয় স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকাকে ১৬২ রানে গুঁটিয়ে দেওয়ার পর ফলো-অন করানোর সুযোগ ছিল নিউ জিল্যান্ডের সামনে। কিন্তু তা না করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেন অধিনায়ক টিম সাউদি। তবে শুরুতেই টম ল্যাথামের উইকেট হারায় তারা। দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়েকে (২৯) নিয়ে ৯২ রানের জুটি গড়ে দলেকে ভালো অবস্থানে নিয়ে যান উইলিয়ামসন। প্রথম ইনিংসে দ্বিশতক হাঁকানো রাচিন রবীন্দ্র ফেরেন ১২ রান করে।
তবে অপর প্রান্তে দলের রানের চাকা সচল রাখেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে ধীরস্থির ব্যাটিং করে শতক হাঁকালেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করেন পুরো ভিন্ন মেজাজে। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ১২৫ বলে ১২ চারের মারে ক্যারিয়ারের ৩১তম শতক তুলে নেন ডানহাতি এই ব্যাটার।
দিনের খেলা শেষ হওয়ার এক ওভার আগে প্রোটিয়া অধিনায়ক নিল ব্র্যান্ডের বলে ১০৯ রান করে স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফেরেন উইলিয়ামসন। শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৭৯ রানে দিনের খেলা শেষ করে কিউইরা। ৫২৮ রানে এগিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবেন ড্যারিল মিচেল (১১) ও টম ব্লান্ডেল (৫)।
এর আগে ৮০ রানে ৪ উইকেট নিয়ে দিনের খেলা শুরু করা প্রোটিয়াদের ইনিংসে প্রথমেই জোড়া আঘাত হানেন ম্যাট হেনরি। আগের দিন ২৯ রানে অপরাজিত থাকা ডেভিড বেডিংহ্যামকে (৩২) ফেরানোর দুই বল পরেই আরেক উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। শেষ পর্যন্ত কিগান পিটারসনের ৪৫ রানের উপর করে ১৬২ রানের সংগ্রহ পায় সফরকারীরা। হেনরি ও মিচেল স্যান্টনার নেন ৩টি করে উইকেট।
মন্তব্য করুন: