অবশেষে লিটন দাসের ব্যাটে ঝড়
৭ ফেব্রুয়ারি ২০২৪
অনেক প্রতীক্ষার পর অবশেষে বিপিএলে রানের দেখা পেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক লিটন কুমার দাস, যার সাম্প্রতিক ফর্ম কুমিল্লা তো বটেই, জাতীয় দলের জন্যও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে তার ব্যাট হাসল। বড় ইনিংস খেলতে না পারলেও চলতি বিপিএলে প্রথমবার তার ব্যাটিংয়ে দেখা গেল আত্মবিশ্বাস।
বিপিএলে নিজের সর্বশেষ পাঁচ ম্যাচে লিটনের রান ছিল যথাক্রমে- ১৩, ১৪, ৮, ০ এবং ২। এমন দুঃসময় কাটিয়ে বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে দিনের প্রথম ম্যাচে লিটন খেলেন ৩০ বলে ১৫০ স্ট্রাইকরেটে ৪৫ রানের ইনিংস। যাতে ছিল ২টি চার এবং ৪টি ছক্কার মার।
লিটনই কুমিল্লার সর্বোচ্চ স্কোরার। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে তার ওপেনিং জুটিতে এসেছিল ৬৯ রান। ধীরগতির রিজওয়ান খেলেন ২৮ বলে ২১ রানের ইনিংস। চ্যাম্পিয়ন কুমিল্লার আর কোনো ব্যাটারই ভূমিকা রাখতে পারেননি। তাই উড়ন্ত সূচনার পরও কুমিল্লা তোলে ৭ উইকেটে ১৪৯ রান।
এখন দেখার, লিটন তার এই ফর্ম ধরে রাখতে পারেন কিনা।
মন্তব্য করুন: