উইলিয়ামসনকে পুরস্কারের ভাগ দেবেন না রাচিন
৭ ফেব্রুয়ারি ২০২৪
মাউন্ট মঙ্গানুইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড গড়া জয় তুলে নিয়েছে নিউ জিল্যান্ড। দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন কেইন উইলিয়ামসন। আর প্রথম ইনিংসে ২৪০ রানের অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন রাচিন রবীন্দ্র। ডাবল সেঞ্চুরি করায় এই তরুণের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। কিন্তু যদি এমন হতো, রাচিন আর উইলিয়ামসন উভয়কেই ম্যাচসেরা ঘোষণা করা হয়েছে, তখন কীভাবে ভাগাভাগি হতো পুরস্কার?
আন্তর্জাতিক ক্রিকেটে দুজনকে একসঙ্গে ম্যাচসেরার ঘোষণার উদাহরণ বিরল নয়। তাই বুধবার ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাচিন রবীন্দ্রকে জিজ্ঞাসা করা হয় পুরস্কারটা তিনি উইলিয়ামসনের সঙ্গে ভাগাভাগি করবেন কি না? এক মুহূর্ত দেরি না করে রাচিন বলে দেন, “না, মোটেও না।”
ভারতীয় বংশোদ্ভূত কিউই অল-রাউন্ডার কারণটা জানাতেও দ্বিধা করেননি, “তার (উইলিয়ামসন) ৩১টি টেস্ট সেঞ্চুরি, আমার তো মাত্র একটা। তাই আমি এটা তাকে দিচ্ছি না।”
নিউ জিল্যান্ডের ক্রিকেটের সবচেয়ে সম্ভাবনাময় নবীন প্রতিভা হিসেবে ধরা হয় ২৪ বছর বয়সী রাচিন রবীন্দ্রকে। ইতোমধ্যেই সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন। এবার সামর্থ্য দেখালেন লাল বলেও। এই ম্যাচের আগে খেলা তিন টেস্টে যার সর্বোচ্চ ইনিংস ছিল ১৮ রানের, সেই রাচিনই হাঁকালেন ডাবল সেঞ্চুরি। এজন্য ৫৪৬ মিনিট উইকেটে থেকে খেলেছেন ৩৬৬ বল। হাঁকিয়েছেন ২৬টি চার এবং ৩টি ছক্কা।
মন্তব্য করুন: