ঢাকা-সিলেট ম্যাচে সুনসান গ্যালারি, হাই তুলছেন দর্শকরা

৭ ফেব্রুয়ারি ২০২৪

ঢাকা-সিলেট ম্যাচে সুনসান গ্যালারি, হাই তুলছেন দর্শকরা

বিপিএলের চলতি আসরে পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচের দুই দলের ম্যাচ চলছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুটি দলই এখন পর্যন্ত মাত্র একটি করে ম্যাচ জিতেছে। দুটি দলেই আছে জাতীয় দলের কিছু তারকা। তারপরও কে কার চেয়ে খারাপ খেলতে পারে, তারই যেন প্রতিযোগিতা চলছে বাইশ গজে।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারির দিকে যেন তাকানো যায় না। কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম খুলনা টাইগার্সের মধ্যকার দিনের প্রথম ম্যাচে তবু কয়েক হাজার দর্শক দেখা গেছে গ্যালারিতে। লিটনদের চার-ছক্কায় গর্জনও উঠেছে গ্যালারিতে। কিন্তু সন্ধ্যায় দুর্দান্ত ঢাকা বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচে গ্যালারি বলতে গেলে সুনসান। নেই দর্শকদের চিৎকার। অনেকেই হাই তুলছেন, ম্যাচের মাঝপথেই চলে যাচ্ছেন বাইরে। মাঠের লড়াইয়েও কেমন যেন ম্যাড়ম্যাড়ে ভাব।

ভালো শুরুর পর দুর্দান্ত ঢাকার ব্যাটিং লাইনআপ যেভাবে ধসে পড়ল, সেটাই দর্শকদের অনাগ্রহ সৃষ্টির জন্য যথেষ্ট। প্রেসবক্সে থাকা সাংবাদিকরাও আগ্রহ হারিয়েছেন। অনেকটাই ফাঁকা হয়ে গেছে প্রেসবক্স। এদিন সংবাদ সম্মেলনে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক লিটন দাস বলেছেন, “দর্শকরা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ দেখতে চায়”। বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত তেমন কোনো রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। ঢাকা-সিলেট ম্যাচে তো আরও নয়।

মন্তব্য করুন:

Add