দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টুয়েন্টিতে সাকিবের ৭ হাজার
১০ ফেব্রুয়ারি ২০২৪
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টুয়েন্টি ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে দেশসেরা অল-রাউন্ডার এই কীর্তি গড়েছেন।
শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে মাঠে নামার আগে স্বীকৃত টি-টুয়েন্টিতে সাকিবের রান ছিল ৬ হাজার ৯৯২। সৈকত আলীর করা নবম ওভারের ৫ নম্বর বল মিড-উইকেটে ঠেলে দিয়ে ২ রান নিয়ে বাঁহাতি এই ব্যাটার ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন। এতদিন একমাত্র বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের ক্লাবের সদস্য ছিলেন তামিম ইকবাল।
এই ৭ হাজার করতে বিশ্বজুড়ে সাকিব ম্যাচ খেলেছেন ৪২২টি। ব্যাট হাতে ৩৪৭ ইনিংসে অর্ধ-শতক হাঁকিয়েছেন ২৯টি, সর্বোচ্চ অপরাজিত ৮৯। আর বাংলাদেশের হয়ে ১১৭ আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১২ ফিফটিতে সাকিব রান করেছেন ২ হাজার ৩৮২।
চোখের সমস্যা কাটিয়ে ঢাকার বিপক্ষে গত ম্যাচ দিয়ে রানে ফেরেন সাকিব। সেদিন ২০ বলে করেন ৩৪ রান। চট্টগ্রামের বিপক্ষে মাইলফলকের ম্যাচে ১৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৭ রান করে সাজঘরে ফেরেন সাকিব।
মন্তব্য করুন: