একই বলে ছক্কা, নো বল এবং হিট-উইকেট (ভিডিওসহ)
১০ ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট মাঠে হরহামেশাই মজার ঘটনা দেখা গেলেও বিরল ঘটনা খুব একটা দেখা যায় না বললেই চলে। তবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা মেয়েদের ওয়ানডেতে যা ঘটেছে তা সম্ভবত আগে কখনও ঘটেনি। একই বলে নো ও ছক্কা প্রায়শই দেখা গেলেও তার সঙ্গে হিট-উইকেটের ঘটনা হয়তো এবারই প্রথম ঘটেছে।
শনিবার উত্তর সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার ইনিংসে এই ঘটনা ঘটে। ইনিংসের ৪৮তম ওভারের শেষ বলটি ব্যাটার অ্যালানা কিংয়ের কোমরের উপর থাকায় নো বল হয়। সেই বলটি ডানহাতি এই ব্যাটার ডিপ-স্কোয়ার লেগের উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন। কিন্তু ফুলটস বলটিকে ছক্কা হাঁকানোর সময় ব্যাটের নিয়ন্ত্রণ হারিয়ে স্ট্যাম্পে লাগে।
ব্যাটারের দেহের কোনো অংশ কিংবা ব্যাট দিয়ে স্ট্যাম্পে লাগলে তা হিট-উইকেট হিসেবে আউট হওয়ার কথা থাকলেও এ যাত্রায় বেঁচে যান কিং। কেননা, মাসাবাটা ক্লাসের করা বলটি নো বল হয়েছিল। তাই নিয়ম অনুযায়ী এটি আউট না। স্বাগতিকদের সংগ্রহে যুক্ত হয় ৭ রান। শেষ পর্যন্ত বেথ মুনির অপরাজিত ৮২ রানের সুবাদে ৯ উইকেটে ২৭৭ রানের সংগ্রহ পায় অজি মেয়েরা।
মন্তব্য করুন: