‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগানে মুখরিত মিরপুরের গ্যালারি
১০ ফেব্রুয়ারি ২০২৪
মাঠে ফরচুন বরিশালের সঙ্গে লড়ছে স্বাগতিক দল দুর্দান্ত ঢাকা। কিন্তু গ্যালারির দিকে তাকালে বোঝার উপায় নেই স্বাগতিক দল কোনটি। বরিশালের মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের একের পর এক বাউন্ডারিতে মিরপুরের দর্শকরা যেমন উল্লাসে মেতেছিলেন, ঠিক তেমনি ঢাকার বোলারদের তথা পুরো দলকেই ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগানে ভাসিয়ে দিতেও পিছপা হননি তারা।
শনিবার মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল ঢাকা ও বরিশাল। নিজেদের মাঠে খেলা হওয়ায় স্বভাবতই ঢাকা ভেবেছিল গ্যালারি ভর্তি সমর্থনের পুরোটাই পাবে তারা। তবে খেলা যত গড়িয়েছে ততই ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে স্বাগতিক দলটিকে।
ঢাকার বোলারদের বাজে বোলিং কিংবা বরিশাল ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিং কোনো কিছুই থামাতে পারেনি মিরপুরের দর্শকদের। বিশেষ করে চতুর্থ উইকেটে রিয়াদ ও সৌম্যর ব্যাটিংয়ের সময় পুরো স্টেডিয়াম যেন বরিশালের ঘরের মাঠে পরিণত হয়। তবে ম্যাচের শুরুর দিকে দর্শকদের ভালোই সমর্থন পেয়েছিল ঢাকা। দ্রুত বরিশালের তিন উইকেট তুলে নিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল বোলাররা। কিন্তু শেষ পর্যন্ত সেই ছন্দ আর ধরে রাখতে পারেনি তারা।
চতুর্থ উইকেট জুটিতে দলের খাতায় ৮৫ বলে ১৩৯ রান যোগ করেন রিয়াদ ও সৌম্য। ৪৭ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭৩ রানের দারুণ এক ইনিংস খেলে দর্শকদের উল্লাসে ভাসিয়ে রিয়াদ ফিরলে ভাঙে এই জুটি। তবে ডানহাতি এই ব্যাটার আউট হতেই দুয়ো ধ্বনি ভেসে আসে ঢাকার উদ্দেশে। তবে শেষ পর্যন্ত দর্শকদের আনন্দ দিয়ে ৪৮ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৭৫ রান করে অপরাজিত থাকেন সৌম্য। আর নির্ধারিত ২০ ওভার শেষে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৮৯ রান।
এই ম্যাচের আগ পর্যন্ত ৮ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে ঢাকা। সেই জয়টিও এসেছিল আসরে নিজেদের প্রথম ম্যাচে। শুক্রবার রাতে জয়ের পথে থাকার পরেও তাওহীদ হৃদয়ের বিধ্বংসী শতকে শেষ পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৪ উইকেটে হারে তারা। ঢাকার এমন হতশ্রী পারফরম্যান্সের কারণেই হয়ত দর্শকরা একপ্রকার বিরক্ত হয়েই ঘরের দলকে দুয়ো ধ্বনি দিচ্ছে।
মন্তব্য করুন: