চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাসে লরির ধাক্কা

১১ ফেব্রুয়ারি ২০২৪

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাসে লরির ধাক্কা

ঢাকায় বিপিএলের দ্বিতীয় পর্ব শেষে দলগুলো এখন চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। আগামী মঙ্গলবার থেকে শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। অথচ, স্বাগতিক চট্টগ্রামের টিমবাসই পড়ল দুর্ঘটনার কবলে! চট্টগ্রামে যাওয়ার পথে বিপিএল ফ্র্যাঞ্চাইজিটির টিম বাসে ধাক্কা মারে একটি লরি। তবে দুর্ঘটনার সময় টিমবাসে কোনো ক্রিকেটার, কোচ বা সাপোর্ট স্টাফের কেউ ছিলেন না।

চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা থেকে ক্রিকেটারদের সরঞ্জাম ও ফ্র্যাঞ্চাইজিটির অন্যান্য প্রয়োজনীয় মালামাল নেওয়া হচ্ছিল বাসে করে। বাসটি সীতাকুন্ডে পৌঁছালে একটি লরি এসে ধাক্কা মারে। এতে বাসের বাসের দরজা ভেঙে গেছে এবং সামনের বাঁ পাশ বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসে থাকা চালক এবং সহকারীরা অক্ষত আছেন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটাররা ঢাকা ছাড়বে আজ বিকেল ৪টার ফ্লাইটে। ঘরের মাঠে তারা নিজেদের শেষ চারটি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে, ১৩ ফেব্রুয়ারি। ৮ ম্যাচে ৫ জয় নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আপাতত আছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। গতকাল মিরপুরে সর্বশেষ ম্যাচে রংপুরের কাছে ৫৩ রানে হেরেছে তারা। রংপুরের ২১১ রানের জবাবে ১৫৮ রানে থামে চট্টগ্রাম।

মন্তব্য করুন: