বিধ্বংসী সেঞ্চুরিতে রোহিত শর্মার বিশ্বরেকর্ড ছুঁলেন ম্যাক্সওয়েল
১১ ফেব্রুয়ারি ২০২৪
কয়দিন আগেই নেতিবাচক খবরের শিরোনাম হয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। অতিরিক্ত মদ্যপান করে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সেইসব বিতর্ক এবার তুড়ি মেরে উড়িয়ে দিলেন বিধ্বংসী সেঞ্চুরিতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ম্যাক্সওয়েলের ব্যাটেই অস্ট্রেলিয়া তুলেছে ৪ উইকেটে ২৪১ রান। অপরাজিত সেঞ্চুরিতে ম্যাক্সওয়েল ছুঁয়েছেন টি-টুয়েন্টিতে ভারত অধিনায়ক রোহিত শর্মার সর্বোচ্চ সেঞ্চুরির বিশ্বরেকর্ড।
অ্যাডিলেইডে রোববার টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপদেই পড়েছিল অস্ট্রেলিয়া। ৬৪ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে তাদের টপ অর্ডার ধসে পড়ে। এরপরই শুরু হয় ম্যাক্সওয়েল শো। ২৫ বলে ফিফটি পূরণের পর আরও ভয়ংকর হয়ে ওঠেন 'ম্যাক্সি'। যদিও ওভার কমে আসায় একটা পর্যায়ে শংকা জাগে, ম্যাক্সওয়েল পারবেন তো তিন অংক ছুঁতে? ম্যাক্সওয়েলের ব্যাটিং পার্টনার টিম ডেভিড তাকে দারুণভাবে স্ট্রাইক দিচ্ছিলেন।
অবশেষে আসে সেই মুহূর্ত। রোমারিও শেপার্ডের করা ১৯তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের ৫ম টি-টুয়েন্টি সেঞ্চুরি তুলে নেন ম্যাক্সওয়েল। এতে তার লেগেছে মাত্র ৫০ বল, হাঁকিয়েছেন ৯টি চার এবং ৭টি ছক্কা। শেষ পর্যন্ত ম্যাক্সওয়েল অপরাজিত থাকেন ৫৫ বলে ১২ চার ৮ ছক্কায় ১২০ রানে। টিম ডেভিডও ১৪ বলে ২৯* রানের দারুণ একটা ক্যামিও খেললে রান পাহাড় গড়ে অস্ট্রেলিয়া।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এতদিন এককভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন রোহিত শর্মা। পঞ্চম সেঞ্চুরি হাঁকিয়ে ভারত অধিনায়কের পাশে বসলেন ম্যাক্সওয়েল। এই ফরম্যাটে চারটি সেঞ্চুরি আছে ভারতের সূর্যকুমার যাদবের।
মন্তব্য করুন: