২৪ কোটির স্টার্ক কি ৪টি ম্যাচ জেতাতে পারবে? সন্দেহ গাভাস্কারের
১১ ফেব্রুয়ারি ২০২৪
অস্ট্রেলিয়ার গতি তারকা মিচেল স্টার্ককে নিয়ে এবারের আইপিএল নিলামে কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে এই অভিজ্ঞ পেসারকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। একজন পেসারের পেছনে এত অর্থ ব্যয়ের কোনো যৌক্তিকতা দেখছেন না সুনিল গাভাস্কার। আসন্ন আইপিএলে স্টার্ক তার মান রাখতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ আছে ভারতের কিংবদন্তি ওপেনারের।
স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে গাভাস্কার বলেন, “খোলাখুলিই বলছি, প্রয়োজনের বেশি খরচ করা হয়েছে। আমার মনে হয় না কেউ এত টাকা পাওয়ার যোগ্য। সে যদি ১৪টি ম্যাচ খেলে ৪টিতে অবদান রাখে, তবে হয়তো এত খরচের একটা মানে দাঁড়াবে। এরপর যদি সে অন্য ম্যাচগুলোতেও অবদান রাখতে পারে, তবে সেটা হবে দুর্দান্ত ব্যাপার।”
গাভাস্কার আরও বলেছেন, “স্টার্কের ১৪ ম্যাচের মধ্যে অন্তত চারটিতে ম্যাচ জেতানোর মতো বল করতে হবে। বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মতো দলগুলোর বিপক্ষে, যাদের ব্যাটিং লাইন আপ উঁচু মানের। এই দলগুলোর বিপক্ষে বল হাতে ম্যাচ জেতাতে পারলে এত টাকা খরচের একটা অর্থ হবে।”
২০১৫ সালে সর্বশেষ আইপিএল খেলেছিলেন স্টার্ক। ২০১৮ সালের নিলামে তাকে ৯ কোটি ৪০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে সেবার তিনি আইপিএলে খেলেননি। গত বছর ওয়ানডে বিশ্বকাপে ১৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ৬ষ্ঠ শিরোপা জয়ে বড় অবদান রাখেন স্টার্ক। এ কারণেই হয়তো আইপিএল নিলামে তাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়।
মন্তব্য করুন: