বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ তামিম ইকবাল

১২ ফেব্রুয়ারি ২০২৪

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ তামিম ইকবাল

নতুন বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার প্রকাশিত ২১ জনের এই তালিকায় সবচেয়ে বড় চমক হলো তামিম ইকবালের নাম না থাকা। দেশের সেরা এই ব্যাটার টি-টুয়েন্টি থেকে অবসর নিলেও বাকি দুই ফরম্যাটে নিয়মিত ছিলেন। তবু কেন্দ্রীয় চুক্তির তালিকায় তামিমের নাম না থাকা বিস্ময়ের জন্ম দিয়েছে।

গতবারও ২১ ক্রিকেটার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন। তিন ফরম্যাটের চুক্তিতে ছিলেন সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। এবার তিন ফরম্যাটের চুক্তিতে ঢুকেছেন নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম। আর টেস্টের চুক্তিতে নেই তাসকিন আহমেদ। 

কেন্দ্রীয় চুক্তিতে নতুন করে যুক্ত হয়েছেন তাওহিদ হৃদয় ও তানজিম হাসান সাকিব। হৃদয় সীমিত ওভারের দুই ফরম্যাটেই আছেন। তানজিম সাকিব আছেন শুধু ওয়ানডের চুক্তিতে। অভিজ্ঞ মাহমুদউল্লাহ এবারও শুধু ওয়ানডে ফরম্যাটের চুক্তিতে আছেন। গত বছরের চুক্তি থেকে তামিমের সঙ্গে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও এবাদত হোসেন। 

একনজরে বিসিবির কেন্দ্রীয় চুক্তি (২০২৪)

তিন ফরম্যাট: সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম।

টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, নাঈম হাসান।

টেস্ট এবং ওয়ানডে: মুশফিকুর রহিম।

ওয়ানডে এবং টি-টুয়েন্টি: তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।

ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিব।

টি-টুয়েন্টি: নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান।

মন্তব্য করুন: